গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী ও উলপুর বাজার থেকে ৮ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ৩৩ হাজার মিটার জাল উদ্ধার করে পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৪ জনকে জেল-জরিমানা করা হয়েছে।
সোমবার (৩০ জুন) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত বৌলতলী বাজারের পলাশ বালা, সত্তেন বালা এবং উলপুর বাজারের কাজী আবুল কালাম ও শিবাহী বিশ্বাসের দোকান থেকে এসব চায়না জাল, কারেন্ট জাল, দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে দেয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পল্যাশ বালাকে ১৫ দিনের জেল ও ২ হাজার টাকা জরিমানা, সত্তেন বালাকে ৩ হাজার টাকা জরিমানা, কাজী আবুল কালামকে ১ লাখ টাকা জরিমানা এবং শিবাজী বিশ্বাসকে ৭ দিনের জেল হাজতের নির্দেশ দেন।
অভিযান চলাকালে জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাছেল মুন্সী, সহকারী সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সায়েদুল ইসলাম ভুঁইয়াসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী বলেন, যেখানেই চায়না জাল, কারেন্ট জাল, দুয়ারী জাল, শর্টলাইট দিয়ে মাছ শিকারী ও বিক্রেতার খবর পাওয়া যাবে সেখানেই আমাদের অভিযান চলবে।