চট্টগ্রামের সীতাকুণ্ড ফৌজদারহাট ডিসি পার্কে দিঘীতে মৎস্য অবমুক্ত, ফ্লাওয়ার জোন উদ্বোধন ও বৃক্ষরোপণ করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম।
সোমবার বেলা ১১টার দিকে ফ্লাওয়ার জোন উদ্বোধনকালে তিনি বলেন, আমরা চাই ডিসি পার্ক চট্টগ্রামের একটি সম্পদে পরিণত হউক।এখানে প্রতি বছর ফুল উৎসব হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) এ কে এম গোলাম মোরশেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ শরিফ উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আল-আমিন হোসেন, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরীসহ অন্যান্যরা।
জেলা প্রশাসক এদিকে ফরিদা খানম জানান, বৃক্ষরোপনের মাধ্যমে ডিসি পার্কে মাসব্যাপী সহস্রাধিক বৃক্ষরোপনের কর্মসূচি ও নতুন একটি ফ্লাওয়ার জোন উদ্বোধন করা হয়েছে। এই ফ্লাওয়ার জোনে প্রায় ৪০ প্রজাতির ফুল রয়েছে।
এছাড়া পার্কের দিঘীতে মৎস্য অবুমক্ত করা হয়েছে। ডিসি পার্ক আরো সুসজ্জিত ও বিনোদন মুখর করতে কাজ চলমান রয়েছে। সারা বছর যেন দর্শনার্থীরা এখানে টিকিট কেটে বিনোদন পান এবং সারা বছর যেন জনসমাগম থাকে ডিসি পার্কে।এমন সুন্দর এবং খোলা মেলা পার্ক দেশের আর কোথাও নেই।