শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

ভৈরব-কুলিয়ারচর আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন কাজ দ্রুতগতিতে চলছে

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  ০৫ জুলাই ২০২৫, ১৩:৩৬
ভৈরব-কুলিয়ারচর আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন কাজ দ্রুতগতিতে চলছে
ছবি : যায়যায়দিন

কিশোরগঞ্জের গুরুত্বপূর্ণ ভৈরব-কুলিয়ারচর আঞ্চলিক মহাসড়কের উন্নয়ন কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে রিমি নির্মাণ লিমিটেড এই প্রকল্পের বাস্তবায়ন করছে।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, ২৭ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন সড়কটির মোট দৈর্ঘ্য প্রায় ৭ কিলোমিটার। এর মধ্যে আগরপুর বাজার থেকে ভৈরব পর্যন্ত অংশে কাজ চলছে। একইসঙ্গে কিশোরগঞ্জের পুলেরঘাট বাজার এলাকায় অতিরিক্ত ৩০০ মিটার রাস্তার উন্নয়ন কাজও চলছে।

শনিবার (৫ জুলাই) দুপুরে রিমি এন্টারপ্রাইজের কর্মকর্তা আবুল বাশার বলেন, “এই প্রকল্পের প্রায় ৭০ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। অবশিষ্ট কাজ আগামী এক থেকে দুই মাসের মধ্যে শেষ হবে বলে আমরা আশাবাদী।”

সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী ফরিদুল আলম জানান, পুরো প্রকল্পটি ১৪ কিলোমিটার দীর্ঘ হলেও এর মধ্যে দুটি পৃথক ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করছে। রিমি নির্মাণ লিমিটেডের আওতাধীন অংশের কাজ দ্রুত শেষ হবে বলে তিনি উল্লেখ করেন।

অন্যদিকে, একই সড়কের কটিয়াদী থেকে পিরিজপুর পর্যন্ত অংশের কাজ তানবীন কনস্ট্রাকশনের অধীনে চলছে। তবে স্থানীয়দের অভিযোগ, এই অংশে কাজের গতি খুব ধীর এবং নির্মাণের গুণগত মান নিয়েও প্রশ্ন উঠেছে। অনেক স্থানে সড়কের মাঝখানে ফাটল দেখা দিয়েছে বলে দাবি করেন এলাকাবাসী ও নিয়মিত পথচারীরা।

সরকারের গুরুত্বপূর্ণ এই মহাসড়কটির উন্নয়ন কাজ সুষ্ঠু ও টেকসইভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের আরো মনোযোগী হওয়ার তাগিদ দিয়েছেন স্থানীয়রা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে