নওগাঁর ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুণ ইউনিয়নের ভাতগ্রাম (ডাঙ্গাপাড়া) গ্রামের মো. মজিদ মণ্ডলের ছেলে, কাপড় ব্যবসায়ী, জাহিদ হাসান সুমন নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৪ জুলাই) রাতে জাহিদ হাসান সুমনের নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা যায়।
স্থানীয়রা বলছেন জাহিদ হাসান সুমন, একজন কাপড় ব্যবসায়ী, তার তিন স্ত্রী রয়েছেন এবং তিনি মাদক সেবন করতেন। মানসিক চাপে হয়তবা তিনি আত্মহত্যা করেছেন।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমাম জাফর বলেন, ‘জাহিদ হাসান সুমন নামের একজন যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে আমাদের কাছে মৃত জাহিদ হাসান সুমনের বাবা খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে লাস উদ্ধার করি।
লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এ বিষয়ে একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।