বাগেরহাটের মোল্লাহাটে আগামী ১৬ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা বিএনপির কাউন্সিল। এই কাউন্সিলকে কেন্দ্র করে ইতোমধ্যে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সাবেক উপজেলা বিএনপি সভাপতি চৌধুরী সেলিম আহমেদ সভাপতি পদে প্রার্থী হয়েছেন। তার প্যানেল থেকে আরও দুইজন সাধারণ সম্পাদক এবং দুইজন সাংগঠনিক সম্পাদক পদের জন্য মনোনয়ন জমা দিয়েছেন।
অপরদিকে, দলের সাবেক উপজেলা আহ্বায়ক শেখ হাফিজুর রহমান সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তার নেতৃত্বাধীন প্যানেল থেকে একাধিক পদে আরও সাতজন মনোনয়ন জমা দেন। এর মধ্যে একজন সভাপতি পদে, দুইজন সাধারণ সম্পাদক এবং চারজন সাংগঠনিক সম্পাদক প্রার্থী রয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, রোববার (৬ জুলাই) সকাল ১০টায় একই মিলনায়তনে দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
প্রসঙ্গত, এবারের কাউন্সিলে একজন সভাপতি, একজন সাধারণ সম্পাদক এবং দুইজন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হবেন। কাউন্সিলকে ঘিরে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা জমে উঠবে বলে ধারণা করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।