রোববার, ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

সুনামগঞ্জে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে বিএনপি নেতা অ্যাড. নুরুল ইসলামের গণসংযোগ

সুনামগঞ্জ প্রতিনিধি
  ০৫ জুলাই ২০২৫, ১৯:২৪
সুনামগঞ্জে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে বিএনপি নেতা অ্যাড. নুরুল ইসলামের গণসংযোগ
ছবি : যায়যায়দিন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত 'রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা' কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সহস্রাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা নিয়ে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন সুনামগঞ্জ জেলা বিএনপি’র নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য এবং সুনামগঞ্জ-০ৎ৪ (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) আসনের বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

শনিবার (৫ জুলাই) সুনামগঞ্জ জেলা বিএনপি'র এই নেতা বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়ন, ধনপুর ইউনিয়ন, দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন এবং সলুকাবাদ ইউনিয়নের বিভিন্ন হাটবাজারে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

কর্মসূচির অংশ হিসেবে অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল দিনব্যাপী বিশ্বম্ভরপুর উপজেলার উল্লিখিত ইউনিয়নগুলোর বিভিন্ন পাড়া-মহল্লায় সাধারণ মানুষের দ্বারে দ্বারে যান এবং তাদের সঙ্গে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এসময় তিনি জনগণের মাঝে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন এবং এই ৩১ দফার গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। এই গণসংযোগ কর্মসূচির মাধ্যমে অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল বিএনপি'র ৩১ দফা কর্মসূচিকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে এবং জনগণের মধ্যে এর প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

গণসংযোগকালে সুনামগঞ্জ-০৪ (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) আসনের বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল বলেন, এই ৩১ দফা শুধু বিএনপি'র কর্মসূচি নয়, এটি সমগ্র জাতির মুক্তির সনদ। এই কর্মসূচির মাধ্যমে একটি সত্যিকারের গণতান্ত্রিক, জনকল্যাণমুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা, সুশাসন প্রতিষ্ঠা করা, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা এবং অর্থনীতিকে গণমুখী করাই এই ৩১ দফার মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, তারেক রহমানের নেতৃত্বে এই ৩১ দফা বাস্তবায়িত হলে দেশের আপামর জনতার ভাগ্যের পরিবর্তন হবে।

মোটরসাইকেল শোভাযাত্রা, গণসংযোগ ও লিফলেট বিতরণে সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে