শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

গফরগাঁওয়ে জামায়াতে ইসলামীর দাওয়াতি জনসভা 

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
  ০৫ জুলাই ২০২৫, ১৪:৫০
গফরগাঁওয়ে জামায়াতে ইসলামীর দাওয়াতি জনসভা 
গফরগাঁওয়ে জামায়াতে ইসলামীর দাওয়াতি জনসভায় নেতাকর্মীরা: ছবি যায়যায়দিন 

ময়মনসিংহের গফরগাঁওয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাঁচভাগ ইউনিয়ন শাখার উদ্যোগে এক দাওয়াতি জনসভা অনুষ্ঠিত হয়েছে। পাঁচভাগ ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে শুক্রবার বিকেলে এ জনসভা অনুষ্ঠিত হয়।

দাওয়াতী এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও ময়মনসিংহ-১০ (গফরগাঁও-পাগলা) আসনে দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা ইসমাঈল হোসেন সোহেল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাগলা থানা জামায়াতের আমীর মাওলানা এমদাদুল হক।

সভায় সভাপতিত্ব করেন পাঁচভাগ ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা সানাউল্লাহ এবং সভা পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আরফান আলী।

সভায় বক্তারা ইসলামী আন্দোলনের প্রয়োজনীয়তা, সামাজিক নৈতিকতা ও দাওয়াতি কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে বলেন, ইসলামী আদর্শ ছাড়া সমাজে শান্তি, সুবিচার ও ন্যায়ের প্রতিষ্ঠা সম্ভব নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে