জুলাই বিপ্লবে নিহত ও আহতদের স্মরণে জামায়াতের দেশব্যাপী দুস্থদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচির অধীনে আটঘরিয়া উপজেলা জামায়াতের উদ্যোগে দেবোত্তর বাজারে প্রায় ২ শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে আনুষ্ঠানিকভাবে খিচুরির প্যাকেট বিতরণ করা হয়।
চৌরাস্তা মোড়ে শুক্রবার (৪ জুলাই) খাদ্য বিতরণ কালে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা জামায়াতের আমির ও পাবনা-৪ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল।
এ সময় জামাতের অন্যান্য নেতাকর্মীদের মাঝে উপস্থিত থেকে বক্তব্য দেন পাবনা জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জহুরুল ইসলাম, পাবনা জেলা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সহ-সভাপতি ও সাবেক উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিরুল ইসলাম, কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা নকিবুল্লাহ এবং খাদ্য বিতরণ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক আবু তালেব মন্ডল।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে দুুস্তদের মাঝে এই খাদ্য বিতরণ। তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে দেশের মানুষ আর কখনো দেখতে চায় না।
বিতরণ কালে অটো, ভ্যান, রিক্সা, সিএনজি চালক, দোকানদার, পথচারীসহ ২ শতাধিক মানুষের মাঝে কি খিচুরির প্যাকেট বিতরণ কালে উপস্থিতি ভিড় বেড়ে যাওয়ায় অনেকেই প্যাকেট পান নাই বলতে শোনা গেছে।