শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

আড়াইহাজারে  হাতুড়ি পেটায়  বাবাকে হত্যা, ছেলে গ্রেফতার

আড়াইহাজার (নারায়ণগঞ্জ)প্রতিনিধি
  ০৫ জুলাই ২০২৫, ১৮:২৬
আড়াইহাজারে  হাতুড়ি পেটায়  বাবাকে হত্যা, ছেলে গ্রেফতার
ছবি : যায়যায়দিন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মোটরসাইকেল কেনার জন্য টাকা চেয়ে না পেয়ে নিজের বাবাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করার মামলায় ঘাতক ছেলে মো. ইয়াসিন (২২) কে রূপগঞ্জের হাটাব ওয়াটা কেমিক্যাল মাদরাসা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার সকালে আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটার পর নিহতের স্ত্রী রাশিদা বেগম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। এর পর শনিবার ( ৫ জুলাই) ঘাতক ছেলেকে গ্রেফতার করা হয়।

এলাকাবাসী জানায়, শুক্রবার (৪ জুলাই) সকালে ইয়াসিন তার বাবা মাহাবুবের নিকট মোটরসাইকেল কেনার টাকা দাবি করে। মাহবুব টাকা দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে ইয়াসিন উত্তেজিত হয়ে হাতুড়ি দিয়ে বাবাকে এলোপাথাড়ি ভাবে পিটিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় মাহবুবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মাহবুব কৃষি কাজ করতেন। অভিযোগ রয়েছে, ছেলে ইয়াসিন মাদকাসক্ত ছিল।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, ইয়াসিনের ছোট ভাই ওই মাদরাসায় পড়া লেখা করে। তার সাথের ছাত্ররা ইয়াসিনকে মাদরাসার আশে পাশে ঘুরা ফেরা করতে দেখে তাকে আটক করে পুলিশে সংবাদ দেয়। পরে তাকে পুলিশ হেফাজতে আড়াইহাজার থানায় আনা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে