শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

সুরের ঝিলিক

সুরেলা কণ্ঠের মিষ্টি মেয়ে ঝিলিক। দেশের প্রথম সেরাকণ্ঠ চ্যাম্পিয়ন তিনি। গানের সংখ্যার চেয়ে মানের দিকে নজর তার। তাই ক্যারিয়ারের শুরু থেকেই মানসম্মত কথা ও সুরের গান করে আসছেন। গেল ঈদুল আজহায় তাকে গানের বিভিন্ন আয়োজনে পাওয়া যায়।
মাসিদ বিন মোস্তফা
  ৩০ আগস্ট ২০১৮, ০০:০০
ঝিলিক, ছবি : এসডি ক্লিক

এক দশকের বেশি সময় সংগীতাঙ্গনে পথ চলছেন ঝিলিক। এর মধ্যে ২০টির মতো ছবিতে প্লে-ব্যাক করেছেন, একক ও মিশ্র অ্যালবাম, মিউজিক ভিডিওসহ নানা মাধ্যমে মৌলিক গান দশর্কদের উপহার দিয়েছেন। সবের্শষ গত বছর বের হয় তার আর ইমরানের দ্বৈত গান ‘বেসামাল’-এর মিউজিক ভিডিও। সেটি বেশ সাড়া জাগায়। এ বছরের পহেলা বৈশাখে মুক্তিপ্রাপ্ত নায়ক আলমগীরের চলচ্চিত্র ‘একটি সিনেমার গল্প’তেও তার গাওয়া ‘এ নয়ন কঁাদবে না আর’ গানটি দশর্কপ্রিয়তা পেয়েছে। বতর্মানে ব্যস্ত আছেন পড়াশোনা আর ঈদের নানা আয়োজন নিয়ে। ঝিলিক বলেন, ‘আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভাসিির্ট থেকে বিবিএ করছি। এখন আছি শেষ সেমিস্টারে। কিছুদিনের মধ্যেই বিবিএ শেষ হবে। এরপর গানে আরও বেশি সময় দিতে পারব।’

ঈদ ব্যস্ততা নিয়ে ঝিলিক বলেন, ‘এবারের ঈদ কাটিয়েছি নানা বাড়ি রংপুরে। ১৮-১৯ তারিখের দিকে গিয়েছিলাম আর ফিরেছি ২৫ তারিখ। তাই ঈদ উপলক্ষে কোনো টেলিভিশনে লাইভ অনুষ্ঠান করতে পারিনি। তবে দশর্কদের সরাসরি গান শুনিয়েছি ঠিকই। রংপুরেই আমার কনসাটর্ ছিল ঈদের পরদিন। আর ২৫ তারিখে ঢাকায় এসে আরেকটি স্টেজ শোতে অংশ নিয়েছি। এ ছাড়া বিভিন্ন টেলিভিশন চ্যানেলের নানামাত্রিক ঈদ আয়োজনে অংশ নিয়েছি। এর মধ্যে বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান পরিবতের্ন এ প্রজন্মের কয়েকজন শিল্পী মিলে ‘আমার মন না চায়, প্রাণ না চায়’ ফেঁাক গানটি গেয়েছি। গানটির নতুন সংগীতায়োজন করেছেন সুজন আরিফ। মাছরাঙা টিভি ও এশিয়ান টিভিতে ঈদের ফ্যাশনবিষয়ক অনুষ্ঠানে অংশ নিয়েছি। আরটিভির সেলিব্রেটি গেম শোতেও দেখা গেছে আমাকে। এখানে শোবিজের বিভিন্ন অঙ্গনের জনপ্রিয় তারকারা অংশ নিয়েছেন।’

ঈদে শিল্পীরা নতুন মিউজিক ভিডিও উপহার দিয়ে থাকেন দশর্কদের। এ প্রসঙ্গে ঝিলিক বলেন, ‘আমি এমনিতেই বেছে বেছে ভালো কাজগুলো করি। তাই যত্রতত্র কোনোকিছু করতে পারি না। আমার একটি গান বা মিউজিক ভিডিওর জন্য অনেক প্রস্তুতির দরকার হয়। সবের্শষ গত বছর বের হয় আমার আর ইমরানের দ্বৈত গান ‘বেসামাল’-এর মিউজিক ভিডিও। সেটি বেশ সাড়া জাগায়। এরপর লেখাপড়া, গানের অন্যান্য ব্যস্ততার মধ্যে নতুন মিউজিক ভিডিও করার সময় পাইনি। তবে একটি গানের কাজ চলছে। এ বছরেই হয়তো নতুন মিউজিক ভিডিও দশর্কদের উপহার দেব। কাজটি করার আগে এ নিয়ে বেশিকিছু বলতে চাই না।’

ঝিলিক নিয়মিত দেশের বিভিন্ন জেলায় গান গাওয়ার পাশাপাশি বিদেশের মাটিতেও গান নিয়ে সফর করে থাকেন। সবের্শষ এ বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার দশর্কদের সামনে গান গেয়ে প্রশংসা কুড়ান। ঈদের পর অন্য কোনো দেশে শো করার কথা রয়েছে এই গায়িক।

স্টেজ শোর পাশাপাশি প্লে-ব্যাকেও তার কণ্ঠ খুব মানায়। বিশেষ করে ‘একটি সিনেমার গল্প’ ছবিতে দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা ঋতুপণার্ সেনগুপ্তের ঠেঁাটে তার গান ‘এ নয়ন কঁাদবে না আর’ দারুণ সাড়া জাগিয়েছে। এ প্রসঙ্গে ঝিলিক বলেন, ‘এই গানটি নিয়ে আমি দারুণ খুশি। তিনজন কিংবদন্তির সঙ্গে কাজের সুযোগ হয়েছে এই গানের মাধ্যমে। যখন আমি চ্যানেল আই সেরাকণ্ঠ সিজন-১-এ চ্যাম্পিয়ন হই তখন রুনা লায়লা আমার বিচারক ছিলেন। তিনিই আমাকে এই গানটির জন্য নিবার্চন করেন। আর এই গানের কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার। ছবিটি পরিচালনা করেছেন চিত্রতারকা আলমগীর। সুর ও সংগীতায়োজন করেছেন ইমন সাহা। আমি ঋতুপণার্র জন্য গানটি গেয়েছি। সবমিলিয়ে অন্যরকম এক অভিজ্ঞতা হয়েছে।’

সবশেষে গান নিয়ে নিজের কি পরিকল্পনা রয়েছে জানতে চাইলে ঝিলিক বলেন, ‘আমি পরিকল্পনা করে কিছু করি না। আর ইঁদুর দৌড়েও আমি বিশ্বাসী নই। আমি মনে করি আমার জায়গা কখনো কেউ নিতে পারবে না, আমিও কারো জায়গা নিতে পারব না। আমি কারো মতো হতে পারব না, কেউ আমার মতোও হতে পারবে না। ফলে কারো সঙ্গে আমার কোনো প্রতিদ্ব›িদ্বতাও নেই। নিজের গতিতে পছন্দ মতো কাজ করতে চাই। আসলে আজীবন ভালো গান দিয়ে মানুষের হৃদয়ে থেকে যেতে চাই।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<9721 and publish = 1 order by id desc limit 3' at line 1