শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
গ্রেপ্তার অন্তত ২৯০ জন

এবার পরিবেশবাদীদের বিক্ষোভে উত্তাল লন্ডন

যাযাদি ডেস্ক
  ১৮ এপ্রিল ২০১৯, ০০:০০
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক দখল করে জলবায়ু পরিবর্তন রোধে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করছে 'এক্সটিঙ্কশন রেবেলিয়ন' নামে একটি পরিবেশবাদী সংগঠনের সমর্থকরা। এদিন অন্যদের সঙ্গে এই নারী আন্দোলনকারীকেও গ্রেপ্তার করে নিয়ে যায় লন্ডন পুলিশ -রয়টাস

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের অক্সফোর্ড সার্কাস ও মার্বেল আর্চের মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি গোলচত্বর দখল করে জলবায়ু পরিবর্তন রোধে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করছে পরিবেশবাদীরা। সড়কে যাতায়াতে বিঘ্ন ঘটানোর অভিযোগে এ প্রতিবাদ কর্মসূচি থেকে গত দুইদিনে ২৯০ জনকে গ্রেপ্তার করেছে লন্ডন পুলিশ। সংবাদসূত্র : রয়টার্স

এক্সটিঙ্কশন রেবেলিয়ন নামে যুক্তরাজ্যভিত্তিক একটি সংগঠনের নেতৃত্বে ওই প্রতিবাদকারীরা মঙ্গলবার মধ্য লন্ডনের কিছু অংশ পুরোপুরি স্থবির করে দিয়েছিল। জলবায়ু পরিবর্তন রোধে উচ্চকণ্ঠ এ সংগঠনটি চলতি মাসের শুরুতে ব্রিটিশ পার্লামেন্ট হাউস অব কমন্সের সামনে আংশিক নগ্ন প্রতিবাদ দেখিয়ে গণমাধ্যমের শিরোনামও হয়েছিল।

গ্রিনহাউস গ্যাস নিঃসরণের মাত্রা ২০২৫ সালের মধ্যে শূন্যে নামাতে কার্যকর পদক্ষেপ গ্রহণে সরকারের প্রতি দাবি জানিয়ে আসছে সংগঠনটি। আন্দোলনকারীদের প্রতিবাদ কর্মসূচি সামনের সপ্তাহগুলোতেও চলবে বলে ধারণা পুলিশের। শান্তিপূর্ণ প্রতিবাদের সময় জনদুর্ভোগ যেন কম হয় তা নিশ্চিত করতে কার্যকর 'ভারসাম্য রক্ষায়' ব্যবস্থা নেয়ার কথাও ভাবছে তারা।

মঙ্গলবার পুলিশের চিফ সুপারিনটেন্ডেন্ট কলিন উইনগ্রোভ বলেন, 'এখন যে কর্মসূচিগুলো চলছে তা জনসাধারণের যাতায়াত, স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম ও লন্ডনের বাসিন্দাদের দৈনন্দিন কার্যক্রমে চরম বিঘ্ন ঘটাচ্ছে।' মার্বেল আর্চে কোনো কর্মসূচির ক্ষেত্রে প্রতিবাদকারীদের নির্দিষ্ট জায়গার মধ্যে আটকে রাখা হবে বলে আগেই জানানো হয়েছিল। অন্যান্য স্থানের কর্মসূচিগুলোতেও পুলিশ প্রতিবাদকারীদের ওপর চড়াও হয় বলে ব্রিটিশ গণমাধ্যমগুলো জানিয়েছে।

মঙ্গলবার দুপুরে ব্রিটিশ পার্লামেন্টের কাছে ওয়াটারলু ব্রিজ থেকে ডজনের ওপর আন্দোলনকারীকে আটক করা হয়। বাকি প্রতিবাদকারীরা এ সময় একে অপরের বাহু ধরে রাস্তার ওপর বসে পড়েন। তারা পুলিশকে লক্ষ্য করে 'বিদ্রোহ! বিদ্রোহ!' স্স্নোগান তোলেন, পুলিশের উদ্দেশে প্রশ্ন করেন, 'আমরা শান্তিপূর্ণ। তোমরা?'

এর আগে গত সোমবার টেমস নদীর কাছে রয়েল ডাচ শেল ভবনের ক্ষতি করার অভিযোগে পুলিশ ৫ আন্দোলনকারীকে গ্রেপ্তার করে। এদের মধ্যে দুইজন সেদিন মই দিয়ে ভবনটির সামনের অংশে ওঠে লাল রঙ দিয়ে 'শেল জানে' লিখে দিয়েছিলেন। বাকি তিনজন হাতে হাত বেঁধে আটকে রেখেছিলেন ভবনটির প্রবেশপথ। মঙ্গলবার সকালেও অক্সফোর্ড সার্কাসের মূল বিকিকিনির এলাকায় আন্দোলনকারীদের ইতস্তত ছড়ানো ছিটানো তাঁবু দেখা গেছে। প্রতিবাদকারীদের অনেকেই একটি কৃত্রিম নৌকার নিচে গাদাগাদি করে অবস্থান করছিলেন। নৌকাটির একপাশে লেখা ছিল 'সত্য বলো'।

বিক্ষোভকারীদের হাতে থাকা অন্য একটি পস্ন্যাকার্ডে ছিল 'জীবনের জন্য বিদ্রোহ' কথাটি। পুলিশ জনদুর্ভোগের কথা বললেও ওয়েলসের ম্যাচিনলেথ থেকে আসা ৩৯ বছর বয়সী কেটি ফাউলার বলছেন, তাদের এ কর্মসূচিকে সাধারণ মানুষ ইতিবাচকভাবেই নিয়েছে। তিনি বলেন, 'মানুষ আমাদের এখানে এসে তুমুল ধন্যবাদ জানাচ্ছে। তাদের মধ্যে এক ধরনের সচেতনতা আছে, কিছু করার তাড়নাও আছে।'

গত সোমবার অধিকার কর্মীদের বিক্ষোভে অচল হয়ে পড়ে লন্ডন। সেন্ট্রাল লন্ডনে জড়ো হয়ে বড় ধরনের বিক্ষোভ করেন তারা। তাদের দাবি, জলবায়ু পরিবর্তনকে দুর্যোগ হিসেবে ঘোষণা করতে হবে। মার্বেল আর্চ, অক্সফোর্ড সার্কাস, পিকাডিকালি সার্কাস ও পার্লামেন্ট স্কয়ারের মতো গুরুত্বপূর্ণ স্থানগুলোতে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা মার্বেল আর্চে প্রবেশের সময় বাধা দেয় পুলিশ। এ সময় বিক্ষোভকারীদের ওপর ধরপাকড় চালানো হয়।

এদিকে, বিক্ষোভ চলাকালে লন্ডনের বিভিন্ন স্থানে যান চলাচলের গতি ধীর হয়ে পড়ে। পুলিশ পরিদর্শক কলিন উইনগ্রোভ বলেন, বিক্ষোভকে কেন্দ্র করে ৫৫টি রুটে বাস চলাচল বন্ধ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। এতে করে বিপাকে পড়েছেন পাঁচ লাখ মানুষ। বিক্ষোভের ফলে যান চলাচল ছাড়াও লন্ডনের স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয় বলে জানিয়েছে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<45805 and publish = 1 order by id desc limit 3' at line 1