logo
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২০, ২১ জ্যৈষ্ঠ ১৪২৬

  যাযাদি ডেস্ক   ১৮ মে ২০২০, ০০:০০  

ভারতে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড

আক্রান্ত ৯০ হাজার পার

ভারতে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছে প্রায় পাঁচ হাজার, মারা গেছে আরও শতাধিক। রোববার সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে চার হাজার ৯৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে, যা দেশটিতে একদিনে রোগী শনাক্তের সর্বোচ্চ রেকর্ড। এদিন মারা গেছে আরও ১২০ জন। সংবাদসূত্র : এনডিটিভি, এবিপি নিউজ

তবে আশার কথা, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রেও নতুন রেকর্ড হয়েছে। এদিন সেখানে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে অন্তত তিন হাজার ৯৫৬ জন। ভারতে এ পর্যন্ত করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৯০ হাজারের বেশি। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছে ৩৪ হাজার ১০৯ জন। মৃতের সংখ্যা দুই হাজার ৮৭২ জন।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থতার হার ৩৭ দশমিক ৫১ শতাংশ। শনিবার এই হার ছিল ৩৫ দশমিক ০৯ শতাংশ। এছাড়া করোনায় মৃতু্যর হারও আগের চেয়ে কমেছে। শনিবার দেশটিতে মৃতু্যর হার ছিল তিন দশমিক দুই শতাংশ, বুধবার সেটা হয়েছে তিন দশমিক ১৫ শতাংশ। এদিকে, রোববার চতুর্থ দফায় দেশটিতে লকডাউনের মেয়াদ ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে