সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

পুঠিয়ায় নিম্নমানের সার বিক্রির অভিযোগ

পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা
  ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০
পুঠিয়ায় নিম্নমানের সার বিক্রির অভিযোগ

রাজশাহীর পুঠিয়ায় বিসিআইসির ইউরিয়া নিম্নমানের সার কৃষকের কাছে বিক্রির অভিযোগ উঠেছে।

জানা গেছে, উপজেলায় ডিলারদের দোকান/গোডাউনে ইউরিয়া সারের কিছু বস্তা কালচে ও ফোলা দেখা যায়। তার মধ্যে থেকে ময়লা ও কালো এবং দলা ধরা সার বের হচ্ছে।

উপজেলা কৃষি অফিসার মনজুর রহমান জানান, এ সারের বিষয়ে তাদের কিছু জানা নাই। বিষয়টি রাজশাহী বাফা কতৃর্পক্ষ জানে।

রাজশাহীর বাফার ইনচাজর্ গোলাম কিবরিয়া জানান, ইউরিয়া সার কালো ময়লা এবং দলা ধরা সারে গোডাউন থেকে প্রতিটি ডিলারকে এ সার দিয়েছেন। কিন্তু এই সারে ফসলের কোনো ক্ষতি হয় না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে