বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

নাসিরনগর ও গৌরপুরে দুই লাশ উদ্ধার

স্বদেশ ডেস্ক
  ০৯ নভেম্বর ২০১৯, ০০:০০
নাসিরনগর ও গৌরপুরে দুই লাশ উদ্ধার
নাসিরনগর ও গৌরপুরে দুই লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ও ময়মনসিংহের গৌরীপুরে দুই লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রতিনিধি ও সংবাদদাতার পাঠানো খবর :

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আনুমানিক ৫৫ বছর বয়সি অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকাল ৪টায় উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের লক্ষ্ণীপুর গ্রামের একটি ধানি জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশের গলায় একটি শার্ট দিয়ে পেঁচানো ছিল। পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শুক্রবার বিকাল ৪টার দিকে পুলিশ ওই ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

নাসিরনগর থানার ওসি মো. সাজিদুর রহমান বলেন, 'ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যার পর লাশ ধানক্ষেতে ফেলে গেছে। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছি।'

গৌরীপুর (ময়মনসিংহ) : ময়মনসিংহের গৌরীপুরে হৃদয় চন্দ্র ঘোষ (২২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে গৌরীপুর পৌরসভার ঘোষপাড়া এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। হৃদয় চন্দ্র ঘোষ ঘোষপাড়া এলাকার মৃত অজিত চন্দ্রের একমাত্র ছেলে। নিহত যুবকের পরিবারের লোকজনের দাবি এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে