logo
বুধবার, ১২ আগস্ট ২০২০, ২৮ শ্রাবণ ১৪২৬

  অনলাইন ডেস্ক    ০৯ ডিসেম্বর ২০১৯, ০০:০০  

খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিএনপির বিক্ষোভ

খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিএনপির বিক্ষোভ
বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল -যাযাদি
স্বদেশ ডেস্ক

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে তিন জেলায় রোববার বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

নেত্রকোনা : নেত্রকোনা জেলা বিএনপির উদ্যোগে রোববার জেলা শহরের ছোটবাজারের দলীয় কার্যালয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. আনোয়ারুল হকের সভাপতিত্বে এবং সদস্য সচিব কেন্দ্রীয় নেতা ড. রফিকুল ইসলাম হিলালীর সঞ্চালনায় সমাবেশে বক্তৃতা করেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার, যুগ্ম আহবায়ক এসএম মনিরুজ্জামান দুদু প্রমুখ।

জামালপুর : জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। জেলা বিএনপির সহ-সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্‌ মো. ওয়ারেছ আলী মামুন, বিএনপি নেতা গোলাম রব্বানী, ফিরোজ মিয়া, রুহুল আমিন মিলন, লোকমান আহমেদ লোটন প্রমুখ।

নাটোর : বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য সচিব রহিম নেওয়াজ, সদস্য এমদাদুল হক আল মামুন, অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর, খবির শাহ, দেওয়ান শাহীনসহ দলের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, বর্তমান ফ্যাসিস্ট সরকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ভয় পায়। তাই তাকে মুক্তি দিতে দিচ্ছে না। কিন্তু বিএনপি নেতা-কর্মী ও সমর্থকরা সংগঠিত হয়ে আন্দোলনের মাধ্যমে তাদের নেত্রীকে মুক্ত করবে এবং গণতন্ত্র পুনরুদ্ধার করবে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে