logo
শনিবার, ০৬ জুন ২০২০, ২৩ জ্যৈষ্ঠ ১৪২৬

  বাগেরহাট প্রতিনিধি   ০৭ এপ্রিল ২০২০, ০০:০০  

বাগেরহাটে তিনজনের করোনা নেগেটিভ

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে বাগেরহাটে হাসপাতালের আইসোলেশনে ভর্তি হওয়া দুই পুলিশ সদস্যসহ তিনজনের শরীরে ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। সোমবার দুপুরে বাগেরহাট স্বাস্থ্য বিভাগের কাছে ওই তিনজনের নমুনা পরীক্ষার প্রতিবেদন এসেছে।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বলেন, জ্বর ও কাশি নিয়ে বাগেরহাট সদর ও কচুয়া উপজেলা হাসপাতালের আইসোলেশনে ভর্তি হওয়া দুই পুলিশ সদস্য ও এক নারীর শরীর থেকে স্যাম্পল সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছিল। সোমবার দুপুরে তাদের প্রতিবেদন হাতে এসেছে।

জ্বর ও কাশি নিয়ে বাগেরহাট পুলিশ লাইন্সের ২২ বছর বয়সী এক পুলিশ সদস্য এবং খালিশপুর এলাকার ৪২ বছর বয়সী এক নারী বাগেরহাট সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন। অন্যদিকে ৩০ বছর বয়সী আরেক পুলিশ সদস্যকে শুক্রবার কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের আইসোলেশনে ভর্তি করা হয়।

\হএর আগে বাগেরহাট সদর ও শরণখোলায় করোনাভাইরাসের সংক্রমণ সন্দেহে পাঁচজনকে আইসোলেশনে নেওয়া হয়। তাদের প্রত্যেকের নমুনা আইইডিসিআরে পাঠানো হয়। ভর্তি হওয়া ওই পাঁচজনের কারও শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি মেলেনি।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে