logo
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২০, ২৩ আষাঢ় ১৪২৬

  অনলাইন ডেস্ক    ২২ নভেম্বর ২০১৯, ০০:০০  

ঢাবির বাসে হামলা হলে শক্ত অবস্থান নেবে শিক্ষার্থীরা

যাযাদি রিপোর্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাসে সড়ক পরিবহণ আইনের প্রতিবাদে আন্দোলনকারী শ্রমিকদের হামলার প্রতিবাদ জানিয়েছে শিক্ষার্থীরা। ফের বাসে হামলা হলে শিক্ষার্থীরা শক্ত অবস্থান নিয়ে প্রতিরোধ করার ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন থেকে এ ঘোষণা দেওয়া হয়।

এতে বক্তব্য রাখেন ডাকসুর ভিপি নুরুল হক নুর, সংস্কৃতি বিষয়ক সম্পাদক আসিফ তালুকদার, পরিবহণ সম্পাদক শামস ই নোমান, বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিবহণ পরিষদের আহ্বায়ক মোবারক হোসেন প্রমুখ।

নুরুল হক বলেন, আমরা যখন নিরাপদ সড়ক আন্দোলন করেছি তখন তো কোনো বাস ভাঙচুর করিনি। এটি কোনো আন্দোলন নয়, এটি একটি নৈরাজ্য ছিল। আমরা জানি পরিবহণ সেক্টরকে কারা অস্থিতিশীল করে।

মোবারক হোসেন বলেন, যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে আবার হামলা করা হয় তাহলে আমরা শক্ত অবস্থানে যাব।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়ে হামলাকারীদের যথাযথ শাস্তির ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে