শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

​​​​​​​কিশোরগঞ্জের হাওরে নিম্নমানের বাঁধে ফসলহানির শঙ্কা কৃষকদের

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  ০৬ এপ্রিল ২০২২, ১৯:৩০

কিশোরগঞ্জের বিভিন্ন হাওরে পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে নিম্নমানের ডুবন্ত বাঁধ নির্মাণের অভিযোগ উঠতে শুরু করেছে আর এসব ঝুঁকিপূর্ণ বাঁধের কারণে হাজার হাজার কৃষক তাদের ফসলহানির আশঙ্কা করছেন ইতিমধ্যেই অনেক কৃষক হাওরে তাদের নিজ উদ্যোগে বাঁধ নির্মাণ সংস্কার করছেন দিনরাত মাটি কেটে বাঁধ উঁচু করার চেষ্টা করছেন

সম্প্রতি কিশোরগঞ্জের বিভিন্ন হাওরে আগাম বন্যার শঙ্কা দেখা দিয়েছে অনেক জায়গায় বোরো জমি তলিয়ে গেছে অনেক কৃষককে আধাপাকা ধানই কেটে ফেলতে দেখা গেছে এবার বাঁধ নির্মাণ সম্পন্ন করার জন্য গত ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কৃষি মন্ত্রণালয় সময়সীমা বেঁধে দিয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এই সময়ের মধ্যে কোন কোন বাঁধ নির্মাণ শেষ হয়নি যেগুলি সম্পন্ন হয়েছে, এগুলিও খুব ভাল মানের হয়নি বা দায়সারা বলে এলাকাবাসী জনপ্রতনিধিরা অভিযোগ করছেন

এর আগে ২০১৭ সালেও নিম্নমানের বাঁধের কারণে আগাম বন্যায় সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোণা আর ব্রাহ্মণবাড়িয়ার হাওরাঞ্চলের বোরো ধান বিনষ্ট হয়েছিল বলে অভিযোগ উঠেছিল ইটনার মৃগা ইউনিয়নের চেয়ারম্যান মো. দারুল ইসলাম অভিযোগের সুরে বলেছেন, তার এলাকার হাওরে পানি উন্নয়ন বোর্ডের নিম্নমানের বাঁধ নির্মাণ হয়েছে সব বাঁধের কাজও এখনও সম্পন্ন হয়নি হাওরের নীচু এলাকায় বাঁধ না বেঁধে একটু উঁচু এলাকায় তারা বাঁধের কাজ করেছে এতে তাদের কম মাটি খরচ করতে হয়েছে বাঁধের বর্ণনা সংবলিত কোন সাইনবোর্ডও নেই যে কারণে বাঁধের ধরন সম্পর্কে কোন ধারণা করা যাচ্ছে না মৃগা ইউনিয়নে এবার প্রায় হাজার একর জমিতে বোরো আবাদ হয়েছে এর মধ্যে ৯০ ভাগ জমিই ঝুঁকিতে রয়েছে এলাকার কৃষকরা নিজ উদ্যোগে বাঁধ সংস্কারের কাজ করছেন তিনিও সহায়তা করছেন

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ইটনার মৃগা, ধনপুর, এলংজুরি বাদলা ইউনিয়নের আশপাশে অনেক এলাকায় বন্যার পানি ঢুকেছে এসব এলাকায় কৃষকদের ঘুম হারাম হয়ে গেছে তারা আপ্রাণ চেষ্টা করছেন, কি করে ফসল রক্ষা করা যায় ধনপুরের বলরামপুর গ্রামের কৃষক রবীন্দ্র দাস জানান, দশ একর বোরো জমি করেছিল পানির বৃদ্ধিও কারণে দিনরাত লোকজন নিয়ে মাটি ফেলে জমিগুলো রক্ষার প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে যদি একটু পানি বেড়ে যায় তাহলে এই বস্তিপুর হাওরের প্রায় কয়েক একর জমি পানিতে তলিয়ে যাবে অথচ পাশে রয়েছে পানি উন্নয়ন বোডে একটি বাঁধ তিনি আরো বলেন বাধঁ যদি আরেকটু বাড়িয়ে করা হতো তাহলে বস্তিপুর হাওর নিয়ে এত দুশ্চিনতা করতে হতো না

এদিকে পানি উন্নয়ন বোড সূত্রে জানা গেছে, এই বছর ইটনা উপজেলায় ২৪টি প্রকল্পের মাধ্যমে কোটি ৪৩ লাখ টাকা ব্যায়ে প্রায় ২৬ কিলোমিটার করেছে পাউবো ধনপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রদীপ কুমার দাস জানান, এই ইউনিয়নের অনেক কৃষক এখন তাদের নিজেস্ব অথায়নে মাটি ফেলে অস্থায়ী বাধঁ নিমাণ করে ফসল গুলো রক্ষা করা চেষ্টা করছে এই বিষয়ে ইটনা উপজেলার মনিটরিং বোডের সভাপতি ইটনা উপজেলা নিবাহী কমকতা নাফিসা আক্তারের অফিসে গিয়েও তাকে পাওয়া না গিয়ে তার মোবাইলে একাধিকবার কল দিলেও কল রিসিভ না করাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে