মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ঝিনাইগাতীতে উপজেলার চেয়ারম্যান গরু মোটাতাজা করণে আলোর মুখ দেখছে

গোলাম রব্বানী-টিটু:ঝিনাইগাতী(শেরপুর)প্রতিনিধি
  ১৪ জুন ২০২২, ২০:০২

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার বর্তমান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম গরু মোটাতাজাকরণে আলোর মুখ দেখছেন

উপজেলার মালঝিকান্ধা ইউনিয়নের ঝুলগাঁও নামক স্থানে নাইম ডেইলি ফার্ম নামে প্রতিষ্ঠানটি তিলতিল করে গড়ে তুলেন তিনি ২০০১ সালে /৫টি গরু নিয়ে যাত্রা শুরু করে স্বপ্ন দেখতে থাকেন একদিন ফার্মে রুপান্তরিত করবেন বিগত কয়েক বছর থেকে কোরবানি ঈদ সামনে রেখে প্রতিবছর গরু মোটাতাজা করণে ভালো লাভবান হচ্ছেন বলে জানা গেছে গরু থেকে নিজ পরিবারে দুধের চাহিদা মিটিয়ে বাজারজাত করে থাকেন তার ফার্মে বর্তমান ৩০০টি গরু রয়েছে যার সর্বনিন্ম দেড় লাখ টাকা থেকে শুরু করে ১০ লাখ টাকা পর্যন্ত গরু রয়েছে

ফার্মে অনেকের কর্ম সংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে সমাজে অর্থনৈতিক ভূমিকায় বিশেষ অবদান রেখে এর পাশিপাশি অন্যান্য ব্যবসা পরিচালনা করে আসছেন তিনি রাজনৈতিক কর্মকান্ডে জনসেবায় সেবা দিয়েও কয়েকটি ব্যবসা পরিচালনা করে থাকেন এই জনপ্রতিনিধি অটোমিল, ধানচাল, ঠিকাদারি,গাড়ির ব্যবসাও রয়েছে তার এর মাধ্যেমে এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে এসএম ওয়ারে নাইম জানান, আমি গরু লালন পালন করি সখে

২০০১ সালে কয়েকটি গরু লালন/পালন করতাম আর স্বপ্ন দেখতাম একদিন ফার্মে পরিণত করা মহান আল্লাহক পাক তা বাস্তবায়ন করেছেন এবার কোরবানি ঈদে বাজারজাত করার পর বলা যাবে লাভ/ক্ষতির হিসাব তবে এবার ক্ষতির কোন কারণ নেই, কারণ গো খাদ্যের মূল্য বেশী হলেও বাজারে গরুর মুল্যও বেশী আছে বলে জানান তিনি রাজনৈতিক কর্মকান্ড জনপ্রতিনিধি হিসাবে যে সময় ব্যয় করেন সেই সময় ব্যবসাখাতে ব্যয় করলে আরো বেশী লাভবান হতেন বলে অনেকেই জানান

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে