সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

কাজিপুরে ভুট্টার আবাদে রেকর্ড

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  ১৫ ডিসেম্বর ২০২৩, ১১:১৯

চলতি মৌসুমে কাজিপুরে রেকর্ড পরিমান ভুট্টার আবাদ হয়েছে।

উপজেলা কৃষি অফিসের দেয়া তর্থানুযায়ী উপজেলায় ৬৩৬৯ হেক্টর জমিতে ভুট্টার আবাদের লক্ষ মাত্রা ধরা হয়েছে। তবে স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, কৃষি অফিসের দেয়া লক্ষ মাত্রার চেয়ে ২ থেকে আড়াইশ হেক্টর বেশী জমিতে ভুট্টার চাষাবাদ হয়েছে।

কারণ হিসেবে স্থানীয় কৃষক রা জানান,কাজিপুরের ১২ ইউনিয়নের ৬টি ইউনিয়ন চরে অবস্থিত ,চরের জমিঅনেকটা বেলে দোয়াশ হওয়ায় ভুট্টা উৎপাদনে উপযোগি। তাছাড়া বিলে এলাকার ৬টি ইউনিয়নের মধ্যে শুভগাছা , গান্ধাইল , কাজিপুর সদর ও মাইজবাড়ী ইউনিয়নের বেশীরভাগ অঞ্চল ভাঙ্গনের কবলে পড়ায় মাটির গুনাগুন ধান চাষে অনুপযোগি হয়ে পড়েছে।অপরদিকে কৃষকগণ ধান চাষের চেয়ে প্রকৃতিক দূর্যোগ ও বালাই সহনশীল ভুট্টা চাষ লাভজনক হওয়ার কারণেও ভুট্টাচাষাবাদে ঝুঁকে পড়েছে।

কাজিপুর উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম জানানচলতি মৌসুমে উপজেলার ১২৪১০ জন কৃষককে ভুট্টা চাষের জন্য বিনা মূল্যে কৃষি প্রনোদনা প্রদান করা হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকলে চলতিমৌসুমেও কাজিপুরে ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে