রোববার, ০৪ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

ডুমুরিয়ায় মাজরা পোকার আক্রমণে নাবি বোরো ধানের ব্যাপক ক্ষতি

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
  ০৩ মে ২০২৫, ১৪:২৮
ডুমুরিয়ায় মাজরা পোকার আক্রমণে নাবি বোরো ধানের ব্যাপক ক্ষতি
ছবি: যায়যায়দিন

খুলনার ডুমুরিয়ায় মাজরা পোকার আক্রমণে নাবি বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। দূর থেকে তাকালে মনে হচ্ছে কাশফুল ফুটেছে। মাজরা পোকায় কাটা সাদা শীষ বাতাসে দুলছে কাশফুলের মতো। মৌসুমের শেষে অর্থাৎ নাবি বোরো ক্ষেতগুলোতে এই পরিস্থিতি হয়েছে। কৃষি অফিস বলছে, নাবি ধান ফোলার সময় টেম্পারেচার বৃদ্ধি এবং মৌসুমের শেষে মাজরা পোকার তীব্র আক্রমণের কারণে ধান ক্ষেতে শীষ বের হলেও তা অধিকাংশ সাদা হয়ে গেছে। এতে কৃষক চরম দুশ্চিন্তায় পড়েছেন।

জানা যায়, বোরো মৌসুমে এবার বাম্পার ফলন হয়েছে। ছাড়িয়ে যেতে পারে উৎপাদনের লক্ষ্যমাত্রা। তবে নাবিতে লাগানো বোরো ক্ষেত মাজরা পোকার আক্রমণে ব্যাপক ক্ষতি হয়েছে। গুটুদিয়া, মির্জাপুর, মুজারঘুটা, রংপুর, কোদলা ও খলসীর বিলে বোরো ক্ষেতে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্থ ক্ষেতগুলো দূর থেকে দেখলে মনে হচ্ছে গ্রীষ্মের হাওয়ায় দুলছে শরতের কাশফুল! ধানের শীষ সাদা হয়ে ফুলের আকার নিয়েছে। প্রত্যেকটি শীষের গিটে রয়েছে মাজরা পোকা। ধানগাছ থেকে শীষ বের হওয়ার সঙ্গেই হঠাৎ মাজরা পোকার আক্রমণ দেখা দেয়। কচি শীষ পোকায় কেটে দেয়ার কারণে সাদা হয়ে গেছে।

মাজরা পোকার আক্রমনে গুটুদিয়া গ্রামের এক কৃষকের দুই বিঘা জমির বোরো ধান নষ্ট হয়ে গেছে। কৃষক কপিল রায় জানান, বন্যার কারণে এবং নিচু জমি থেকে পানি সরতে দেরি হওয়ায় নাবিতে বোরো চাষ করা হয়। ফোলার সময় ধানের ভিষণ চেয়ারা ছিলো। হঠাৎ পদ্মা পোকায় ঘিরে নেয় ক্ষেত। এর কিছুদিন পরেই ধানের শীষ সাদা হতে শুরু করে। আমার ভাই মৃনাল রায়ের ক্ষেতেও একই অবস্থা। কাচি নিয়ে যাবা লাগবে না বিলে। মির্জাপুর মঠের পাশে অনাদি মন্ডলের ক্ষেতেও মাজরা পোকায় আক্রমন করেছে।

মির্জাপুর গ্রামের কৃষক বায়েজিদ শেখ জানান, তার ২.৫ বিঘা জমিতে ব্রিধান-২৮ জাত লাগিয়েছে। ফোলার সময় মাজরা পোকের আক্রমণে অর্ধেক নষ্ট হয়ে গেছে। কীটনাশক প্রয়োগ করেও পোকা দমন না হওয়ায় কৃষকেরা বড় দুশ্চিন্তায় পড়েছেন।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার ইনসাদ ইবনে আমিন জানান, এবছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। ধান প্রায় ৮০% কর্তন হয়ে গেছে। কিছু ধান অর্থাৎ বোরো মৌসুমে শেষ দিকে লাগানো ধান ক্ষেতে এধরণের সমস্যা সৃষ্টি হয়েছে। তবে এর সংখ্যা খুবই কম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে