বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

সারিয়াকান্দিতে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
  ১৪ মে ২০২৫, ১৫:১৯
সারিয়াকান্দিতে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন
কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার। ছবি: যায়যায়দিন

বগুড়ার সারিয়াকান্দিতে অভ্যন্তরীণ বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার ১৪ মে সকালে উপজেলার খাদ্য গুদামে ফিতা কেটে এই কার্যক্রমের উদ্বোধন করেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা দেওয়ান আতিকুর রহমান, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা রাশেদুল ইসলাম।

1

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাল কল মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক মোজাফফর , সাধারণ সম্পাদক নুরুল ইসলাম , উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাও: আব্দুল মাজেদ প্রমুখ।

চলতি মৌসুমে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদনের ভিত্তিতে ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯৩৯ মেট্রিক টন ধান এবং ১৪২২ মেট্রিক টন চাল।

সরকার নির্ধারিত মূল্যে প্রতি কেজি ধানের দাম ৩৬ টাকা এবং চালের দাম ৪৯ টাকা ধার্য করা হয়েছে। এই সংগ্রহ চলবে ৩১ আগষ্ট পর্যন্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে