শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

​​​​​​​মহাকবির ১৯৮তম জন্মবার্ষিকীতে সাগরদাঁড়িতে হচ্ছে না মধুমেলা

তন্ময় মিত্র বাপী, কেশবপুর (যশোর)
  ২৪ জানুয়ারি ২০২২, ২০:২৯

বাংলাসাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৮তম জন্মবার্ষিকী মঙ্গলবার (২৫ জানুয়রি) তিনি ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট বাঙালি কবি নাট্যকার তথা বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ছিলেন

মহাকবির জন্মবার্ষিকী উপলক্ষে (মঙ্গলবার) কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে মহাকবির জীবনীসহ তার সাহিত্যের ওপর ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হবে সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করবেন, যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান এছাড়া মধুকবির আবক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে মহামারি করোনাভাইরাসের কারণে এবার কবির জন্মবার্ষিকী উপলক্ষে সাগরদাঁড়িতে মধুমেলা অনুষ্ঠিত হচ্ছে না

১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোরের কেশবপুর উপজেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামের বিখ্যাত দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন মধুসূদন দত্ত তার বাবা জমিদার রাজনারায়ণ দত্ত আর মা জাহ্নবী দেবী ১৮৫৩ সালে তিনি খ্রিষ্টধর্ম গ্রহণ করেন তখন থেকে তার নামের সঙ্গেমাইকেলযুক্ত হয় তিনিপদ্মাবতীনাটক, ‘একেই বলে সভ্যতাবুড়ো শালিকের ঘাড়ে রোঁনামের দুটি প্রহসন, ‘মেঘনাদবধ কাব্য’, ‘ব্রজাঙ্গনাকাব্য’, ‘কৃষ্ণকুমারীনাটক, ‘বীরাঙ্গনা কাব্যচতুর্দশপদী কবিতাবলীরচনা করেন বাংলাসাহিত্যে গাম্ভীর্যপূর্ণ অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক তিনি

১৮৭৩ সালের ২৯ জুন আলিপুর জেনারেল হাসপাতালে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত মৃত্যুবরণ করেন

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে