শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কবি এন এম শামীমের কাব্যগ্রন্থ তিলোত্তমা তুমি

বরুড়া প্রতিনিধি
  ১৩ মার্চ ২০২২, ২১:১৪

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কবি এন এম শামীমের কাব্যগ্রন্থ "তিলোত্তমা তুমি"।

বইটি প্রকাশ করেছে মোঃ নজরুল হায়দারের কবিতা প্রকাশনী। ঢাকার বইমেলায় পাওয়া যাচ্ছে ৭ নম্বর স্টলে। চট্টগ্রাম বইমেলায় ৬৩ নম্বর স্টলে। এছাড়া পাওয়া যাচ্ছে রকমারি ডটকমে। বইটির প্রচ্ছদ এঁকেছেন আইয়ুব আলামিন। বইটির প্রচ্ছদ মূল্য ধরা হয়েছে ২৫০৳।

লেখক এন এম শামীমের জন্ম, বেড়ে উঠা কুমিল্লা জেলার লাকসাম উপজেলায়।

মাধ্যমিকের পর থেকে পড়াশোনা এবং তৎপরবর্তী চাকুরীর সুবাধে ছুটে চলা বাংলার তেপান্তর।

পেশায় পুরোদুস্তর প্রকৌশলী হলেও নেশায় পুরোদুস্তর একজন লেখক।

লিখতে ভালোবাসেন ছড়া,কবিতা, গল্প, ছোট গল্প, উপন্যাস এবং সমসাময়িক বিষয় সম্বলিত বিশ্লেষনধর্মী কলাম। লেখার হাতেখড়ি মাধ্যমিকে পড়াকালীন সময় থেকে।

ব্র্যাক থেকে তৎকালীন দেশব্যাপী প্রকাশিত "আগন্তুক" ম্যাগাজিনে প্রকাশিত হয় প্রথম কবিতা। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বিভিন্ন মাসিক, ত্রৈমাসিক, দৈনিক পত্রিকায় প্রকাশিত হতে থাকে লেখকের একাধিক প্রকাশনা।

"তিলোত্তমা তুমি" লেখকের তৃতীয় একক কাব্যগ্রন্থ।

এর আগে লেখকের "ছায়া আলোক", "আলোকের অন্তর্ধান" নামে দুটি একক কাব্য এবং "হলুদ পাতার কাব্য" ও "নিঃশব্দের নিবেদন " নামের দুটি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ পেয়েছে।

প্রেমের কবিতা সম্বলিত বইটিতে রয়েছে গানের কথা, কবিতা এবং অনুকাব্য। বইটির প্রেম, প্রকৃতি প্রেম এবং বিরহের অসামান্য মিশ্রন পাঠক হৃদয়কে আলোড়িত করবে নিঃসন্দেহে বলা যায়।

যেমন লেখক বলেছেন,

"দিনের শেষ বেলায়,

ডুবে যাই স্থিরতায়,

তুব সব শূন্যতা ভু্লে তুমি হাসলেই যেনো আমি হাসি।

ও আমার প্রিয় সুহাসিনী। "

এই লাইনটুকুর ব্যঞ্জনা প্রতিটি পাঠক হৃদয় রোমাঞ্চিত করবে তা নিঃসন্দেহে বলা যায়।

লেখক আরো বলেছেন,

"যদি হয় মানব জীবন, সে জীবন শূন্য ভীষন,

যদি না মজে মানব প্রেমে।

তরুলতা, বৃক্ষরাজি, ঘাস,ফুল, পঙ্গীরাজি সবই সম লাগে, যদি না প্রেমে মজে তফাৎ তব কিসে?"

প্রকৃতই মানব প্রেমহীন জীবন, প্রকৃতি প্রেমহীন জীবন নিরর্থক।

কবিতার এই কয়েক লাইনে ফুটে উঠেছে আধ্যাত্মিকতা।

এছাড়া চমৎকার কাব্য, কবিতা, গীতিকবিতা পাঠক হৃদয়ে তৈরি করবে সুখ বিরহের অপূর্ব দোলাচল।

আমরা লেখকের উত্তরোত্তর সাফল্য কামনা করি।

যাযাদি/এসআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে