বাগেরহাটের মোল্লাহাট উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের আয়োজনে বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা উৎসব ও সাহিত্য সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। গাঙচিল প্রতিষ্ঠাতা অধ্যক্ষ খান আখতার হোসেনের সার্বিক তত্বাবধানে উপজেলা পরিষদ মিলনায়তনে শুক্রবার দিনব্যাপী এ অনুষ্ঠান হয়।
মোল্লাহাট উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালার সভাপতিত্বে ও অ্যাডভোকেট কাজী রুমার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কবি শেখ আবদুল হক চাষী, বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা গাঙচিল সভাপতি সৈয়দ শওকত হোসেন, সাধারণ সম্পাদক সৈয়দা তৈফুন নাহার, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, গাঙচিল মংলার সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন, বাজুয়া সভাপতি অমরেশ কুমার মন্ডল, ফকিরহাট সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, মংলার সাধারণ সম্পাদক আসমা আক্তার কাজল, খুলনা বিভাগের সাধারণ সম্পাদক ইব্রাহিম মনির, কেন্দ্রীয় সম্পাদক লিয়াকত আলী, খুলনা সাধারণ সম্পাদক এডভোকেট কাজী রুমা, খুলনা সন্দীপ ঘোষ, কেন্দ্রীয় সমন্বয়ক লিয়াকত আলী, গোপালগঞ্জ সভাপতি দিপল কান্তি বিশ্বাস দুর্জয়, পুলিশ কর্মকর্তা আব্দুস সাত্তার সাহারি, কবি ও সংগঠক পথিক মজুমদার, সংগঠক ও বেতার বেক্তিত্ব অধ্যাপক শেখ আজিজুল ইসলাম টিপু, কবি রবীন্দ্রনাথ অধিকারী, সেটেলমেন্ট কর্মকর্তা এস এম আইউব আলী,গাঙচিল মোল্লাহাটের সভাপতি শেফালী মন্ডল, সাধারণ সম্পাদক কবি রবি দাস মন্ডল, প্রেসক্লাব মোল্লাহাটের জৈষ্ঠ্য সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম, আরাফাতুল ইসলাম প্রমূখ।
যাযাদি/এস
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd