শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

যে বইগুলো একবার হলেও পড়া উচিত

যাযাদি ডেস্ক
  ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩১
আপডেট  : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৫৪
যে বইগুলো একবার হলেও পড়া উচিত

লেখকদের মতে একজন মানুষকে সবকিছু থেকে পালাতে সাহায্য করে গল্প, উপন্যাস বা সাহিত্য। এই পালিয়ে যাওয়ার বিষয়টি অন্য যেকোনো শিল্পের চেয়ে তীব্র ও শক্তিশালী। বর্তমান সময়ে বই পড়ার ক্ষেত্রে অনীহা দেখা যায়। বিশেষত ই-রিডারের যুগে হাজার হাজার-শব্দকে পকেটে নিয়ে চলা কোন সমস্যা নয়।

চলুন এক নজরে দেখে নেওয়া যাক সাহিত্যের দুর্দান্ত কয়েকটি উপন্যাসের নাম, যা সবার পড়ার তালিকাতেই থাকা উচিত।

১. হারম্যান মেলভিলের 'মোবি-ডিক (দ্য হোয়েল)' (৭২০ পৃষ্ঠা)

এটি আমেরিকান লেখক মেলভিলের এক অনবদ্য সৃষ্টি।

২. হানিয়া ইয়ানাগিহারার 'আ লিটল লাইফ' (৭৩৬ পৃষ্ঠা)

এই বইটি ম্যান বুকার পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল। উপন্যাসটি গড়ে উঠেছে চার বন্ধুর জীবনের গল্পকে ঘিরে।

৩. জর্জ এলিয়টের 'মিডলমার্চ' (৮৮০ পৃষ্ঠা)

বইটি এলিয়টের মাস্টারপিস হিসাবে বিবেচিত, উপন্যাসটি' মিডলমার্চ' নামে একটি কাল্পনিক শহরের বিভিন্ন শ্রেণীর মানুষের জীবন নিয়ে বিশ্লেষণ করেছে।

৪. চার্লস ডিকেন্সের 'ব্লিক হাউস' (৯২৮ পৃষ্ঠা)

'ব্লিক হাউস' হল ডিকেন্সের দীর্ঘতম উপন্যাস। বইটি জার্নডাইস পরিবারের গল্পকে ঘিরে লেখা হয়েছে।

৫. মিগুয়েল ডি সার্ভান্তেসের 'ডন কিয়োটে' (৯৭৬ পৃষ্ঠা)

ডন কিয়োটে একজন মধ্যবয়সী স্প্যানিশ ভদ্রলোক, যিনি বীরদের অনেক রোম্যান্স গাঁথা পড়েন।

৬. ডেভিড ফস্টার ওয়ালেসের 'ইনফিনিট জেস্ট' (১০৭৯ পৃষ্ঠা)

ডেভিড ফস্টার ওয়ালেসের এই মহাকাব্যটি অদূর ভবিষ্যতের ডিস্টোপিয়াকে ঘিরে লেখা হয়েছে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো এই তিন দেশ উত্তর আমেরিকান জাতিগত সংস্থার অন্তর্ভুক্ত হয়।

৭. লিও টলস্টয়ের 'ওয়ার অ্যান্ড পিস' (১২৯৬ পৃষ্ঠা)

টলস্টয়ের মহাকাব্যটি রাশিয়ার নেপোলিয়ন যুগকে কেন্দ্র করে লেখা হয়েছে। যুদ্ধক্ষেত্র এবং হোম ফ্রন্টের মধ্যে তিনটি কুখ্যাত চরিত্রকে ঘিরে গল্প এগিয়ে যায়।

৮. স্টিফেন কিং এর 'দ্য স্ট্যান্ড' (১৩৪৪ পৃষ্ঠা)

দ্য স্ট্যান্ড বইটি হল একটি পোস্ট-অ্যাপোক্যালিপটিক হরর-ফ্যান্টাসি ঘরানার বই।

৯. বিক্রম শেঠের 'এ সুটেবল বয়' (১৫০৪ পৃষ্ঠা)

শেঠ-এর বিশাল উপন্যাসটি ১৯৫০-এর দশকের গোড়ার দিকে, স্বাধীনতা-উত্তর, ভারতবর্ষ বিভাজনের পরের প্রেক্ষাপট নিয়ে লেখা হয়েছে।

১০. মার্সেল প্রুস্টের 'ইন সার্চ অব লস্ট টাইম' (৩০৩১ পৃষ্ঠা)

প্রাউস্টের মহাকাব্য 'আ লা রিচার্চে দু টেম্পস পারদু' (মূল ফরাসী শিরোনাম) বইটির পৃষ্ঠা সংখ্যা তিন হাজারেরও বেশি। যাকে ১৩টি ভলিউমে ভাগ করা হয়েছে। বইটির মোট শব্দ সংখ্যা প্রায় ১৩ লাখের মতো।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে