মালয়েশিয়ার বাজারে একদিনে পাম অয়েলের দাম প্রায় ৩ শতাংশ বেড়েছে। খাতসংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে অন্যান্য ভোজ্যতেলের দাম বাড়তির পথে রয়েছে। এর প্রভাব পড়েছে মালয়েশীয় পাম অয়েলের বাজারে। বাড়তে শুরু করেছে দাম। খবর স্টার অনলাইন।
বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে গতকাল পাম অয়েলের দাম আগের দিনের তুলনায় ২ দশমিক ৭৩ শতাংশ বেড়েছে। দিন শেষে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন পাম অয়েলের দাম দাঁড়িয়েছে ৩ হাজার ৬১৮ রিঙ্গিত (মালয়েশীয় মুদ্রা) বা ৮৯৫ ডলার ৭৭ সেন্টে। একদিনের ব্যবধানে মালয়েশিয়ার বাজারে পণ্যটির দাম বেড়েছে টনে ৯৬ রিঙ্গিত। এ নিয়ে টানা দুদিন ধরে মালয়েশিয়ার বাজারে পাম অয়েলের দামে চাঙ্গা ভাব বজায় রয়েছে।
গতকাল চীনের ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে সয়াবিন তেলের দাম আগের দিনের তুলনায় ২ দশকি ৪ শতাংশ বেড়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) পণ্যটির দাম বেড়েছে দশমিক ৫ শতাংশ। খাতসংশ্লিষ্টদের মতে, এর প্রভাব পড়েছে মালয়েশীয় পাম অয়েলের দামে।
পাম অয়েলের মূল্যবৃদ্ধির পেছনে রফতানিতে চাঙ্গা ভাব প্রভাবক হিসেবে কাজ করেছে। অ্যামস্পেক এগ্রি মালয়েশিয়া জানিয়েছে, ১ থেকে ২০ ফেব্রুয়ারি সময়ে দেশটি থেকে সব মিলিয়ে ৬ লাখ ৯৭ হাজার ৭৯৪ টন পাম অয়েল রফতানি হয়েছে। আগের মাসের একই সময়ের তুলনায় দেশটি থেকে পণ্যটির রফতানি বেড়েছে ১০ দশমিক ৩ শতাংশ।
যাযাদি/ এস
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd