শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পশ্চিমবঙ্গের সঙ্গে তিন-চারটি বর্ডার হাট করার প্রস্তাব দেবে বাংলাদেশ

অর্থ-বাণিজ্য ডেস্ক
  ১৬ মে ২০২২, ১৮:০৭

পশ্চিমবঙ্গের সঙ্গে আরও বেশি বর্ডার হাট করার চিন্তাভাবনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি তিনি বলেছেন, বিষয়টি প্রধানমন্ত্রী দ্রুত দেখতে বলেছেন বলেও জানিয়েছেন তিনি

সোমবার (১৬ মে) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিতবিএসআরএফ সংলাপঅনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী

বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় সংলাপে অন্যদের মধ্যে সংগঠনের যুগ্ম সম্পাদক মেহদী আজাদ মাসুদ, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, অর্থ সম্পাদক শফিউল্লাহ সুমন, সদস্য ইসমাইল হোসাইন রাসেল, হাসিফ মাহমুদ শাহ উপস্থিত ছিলেন

বর্ডার হাট সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মমতা ব্যানার্জীর সঙ্গে কথা বলেছিলাম বিষয়টি নিয়ে তাদের তিন-চারটি প্রোপোজাল দেবো মিজোরামে গিয়েও আলোচনা হয়েছে ছোট রাজ্য হলেও তারা এটি খুব পজিটিভলি দেখছে এটা বাংলাদেশের সাজেকের কাছাকাছি, ২০-২৫ কিলোমিটার দূরে হবে বিষয়টি নিয়ে দ্রুত দেখতে বলেছেন প্রধানমন্ত্রী

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে