শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের সক্ষমতা প্রদর্শন করতে টেকটেক্সটিল ২০২২ মেলায় বিজিএমইএ প্রতিনিধিদল

যাযাদি ডেস্ক
  ২০ জুন ২০২২, ২০:২৯

বিজিএমইএ থেকে প্রথমবারের মতো টেকনিক্যাল টেক্সটাইল-ভিত্তিক পোশাক প্রস্তুতকারী সদস্য কারখানাগুলোর সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধিদল জার্মানিতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক বানিজ্য প্রদর্শনী - টেকটেক্সটিলে (Techtextil) অংশগ্রহন করছে

টেকনিক্যাল টেক্সটাইলস এবং ওভেনবহির্ভূত (ননওভেন) পোশাক পণ্যের শীর্ষস্থানীয় আন্তর্জাতিক বানিজ্য মেলা, টেকটেক্সটিল আগামীকাল (২১ জুন, ২০২২) জার্মানির ফ্রাংকফুর্টে শুরু হচ্ছে

আন্তর্জাতিক প্রদর্শনকারীগন ২১ জুন থেকে ২৪ জুন ২০২২ মেসি ফ্রাংকফুর্ট (Messe Frankfurt) কর্তৃক আয়োজিত টেকটেক্সটিল মেলায় টেকনিক্যাল টেক্সটাইলস, ফাঙ্কশনাল অ্যাপারেল টেক্সটাইলস (functional apparel textiles) এবং টেক্সটাইল প্রযুক্তির বিশাল সম্ভার প্রদর্শন করবেন

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মেলায় অংশগ্রহনকারী প্রস্তুতকারকগন পোশাক শিল্পের প্রধান প্রধান পণ্য প্রযুক্তিসমূহ এবং হ্ইা-টেক ফাইবার থেকে প্রস্তুতকৃত টেক্সটাইল পণ্য, ফাঙ্কশনাল অ্যাপারেল ফেব্রিক্সস, কম্পোজিট ননওভেন এর জন্য অত্যাধুনিক টেক্সটাইলসহ টেক্সটাইল প্রক্রিয়াকরনের বিভিন্ন বিভাগগুলো উপস্থাপন করবেন

বিজিএমইএ এর সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম এর নেতৃত্বে প্রতিনিধিদলটি মেলায় বাংলাদেশের পোশাক শিল্পের সক্ষমতা, বিশেষ করে ম্যান-মেইড ফাইবার (MMF) এবং টেকনিক্যাল টেক্সটাইলস এর উপর শিল্পের অগ্রাধিকারমূলক গুরুত্ব প্রদান, এবং নন-কটন টেকনিক্যাল টেক্সটাইলস থেকে উচ্চ মূল্যের পোশাক উৎপাদনে বাংলাদেশের পোশাক শিল্পের ক্রমবর্ধমানভাবে সক্ষমতা অর্জনের বিষয়টি তুলে ধরবেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সহযোগিতায় বাংলাদেশী প্রতিনিধিদল মেলায় অংশগ্রহন করছেন

উল্লেখ্য যে, বানিজ্য মেলাটি বাংলাদেশের পোশাক শিল্পের জন্য একটি সুবিশাল প্লার্টফর্ম হবে, যেখানে হাই-এন্ড নন-কটন পোশাকের সম্ভাবনাময়ী প্রস্তুতকারক হিসেবে বাংলাদেশের ব্র্যান্ডিং হবে

প্রসঙ্গত উল্লেখ্য যে, বিশ্ববাজারে ভোক্তাদের চাহিদা কটন থেকে ব্লেডেড ফেব্রিক্সের (blended fabrics) দিকে ঝুঁকছে এবং বাংলাদেশের পোশাক শিল্প বিশ্ববাজারের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এমএমএফ (ম্যান-মেইড ফাইবার) থেকে তৈরি পোশাকের দিকে ক্রমবর্ধমানভাবে মনোযোগ বাড়াচ্ছে

বিশ্বব্যাপী মোট ব্যবহার্য পোশাকের মধ্যে প্রায় ৭৫ শতাংশই হলো নন-কটন, যেখানে বাংলাদেশের রপ্তানিযোগ্য পোশাক পণ্যগুলো মূলত কটন-ভিত্তিক, যা কিনা বাংলাদেশের রপ্তানিযোগ্য পোশাক পণ্যগুলোর মধ্যে ৭৪ শতাশেরও বেশি

তাই, রপ্তানি ঝুঁড়িতে টেকনিক্যাল টেক্সটাইলসহ নন-কটন আইটেমগুলো সংযোজন করে বাংলাদেশের রপ্তানি বহুমুখীকরণের বিপুল সম্ভাবনা রয়েছে

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে