শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চিনির দামে রেকর্ড, বিক্রি হচ্ছে ১৪০ টাকায়

যাযাদি ডেস্ক
  ০৩ মে ২০২৩, ১৫:২৩

আবারও দাম বেড়েছে চিনির, বাজারে এ নিত্য-পন্যটি বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৪০ টাকা দরে। যা আগের সব রেকর্ডকে ভেঙ্গে ফেলেছে। কোথাও আরও বেশি দামে বিক্রি হচ্ছে বলেও জানা গেছে। গত সপ্তাহে এর দাম ছিল ১২০ থেকে ১২৫ টাকার মধ্যে। এছাড়া, খুচরা বাজারে মিলছে না প্যাকেটজাত চিনি।

বুধবার (৩ মে) রাজধানীর ব্যবসায়ীদের থেকে জানা গেছে, ঈদের পর থেকে কোনো চিনির সরবরাহ নেই। কোম্পানিগুলোর প্রতিনিধিরা অন্য পণ্যের অর্ডার নিলেও চিনির সরবরাহ নেই বলে সাফ জানিয়ে দিচ্ছে।

আমদানিকারকরা বলছে, আন্তর্জাতিক বাজারে চিনির রেকর্ড দাম বেড়েছে। এর প্রভাব পড়ছে অভ্যন্তরীণ বাজারে। এমন পরিস্থিতিতে বেশি দাম দিয়ে চিনি আমদানি করবেন কি না, সেই বিষয়ে সরকারের মত চেয়েছেন তারা। তারাও বাড়তি দামের কারণে আমদানি কমিয়ে দিয়েছেন।

এদিকে, সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে দেখা গেছে, এক মাসে চিনির দাম বেড়েছে ১৫ শতাংশ। আর এক বছরে বেড়েছে ৬২ শতাংশের বেশি।

যাযাদি/এস এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে