রোববার, ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

ঘোড়াঘাটে কমেছে কাঁচা মরিচের দাম বেড়েছে পেঁয়াজের

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  ৩১ অক্টোবর ২০২৪, ১৩:১৮
আপডেট  : ৩১ অক্টোবর ২০২৪, ১৩:২২
ঘোড়াঘাটে কমেছে কাঁচা মরিচের দাম বেড়েছে পেঁয়াজের
ছবি: যায়যায়দিন

গত ৫ দিনের ব্যবধানে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার হাট-বাজারে কাঁচা মরিচের দাম ১২০ টাকা কেজি প্রতি কমলেও, পেঁয়াজের দাম বেড়েছে কেজি প্রতি ৩০ টাকা।

বৃহস্পতিবার উপজেলার রানীগঞ্জ বাজার বলগাড়ী বাজার, ডুগডুগী হাট- বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি কাঁচা মরিচ ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে যা গত ৫ দিন আগেও প্রতি কেজি কাঁচা মরিচের দাম ছিল ২৪০ টাকা। বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৪০ টাকা, আগে ছিল ১১০ টাকা।

পেঁয়াজ কিনতে আসা ক্রেতা আলমগীর হোসেন জানান, আজ আমি রানীগঞ্জ বাজার থেকে ১৪০ টাকা কেজি দরে পেঁয়াজ কিনলাম।এভাবে পেঁয়াজের দাম বাড়লে ভোগান্তি আরও বাড়বে।

যেখানে পেঁয়াজের দাম বাড়ানো হচ্ছে, সেখানে অভিযান চালিয়ে বাজার নিয়ন্ত্রণ আনতে হবে।

ব্যবসায়ীরা বলছেন,বাজারে দেশী পেঁয়াজ সংকট থাকায় কারনে ও হিলি স্থলবন্দর দিয়ে প্রয়োজনের তুলনায় কম আমদানির হওয়ায় কেজি প্রতি ৩০ টাকা পেঁয়াজের দাম বেড়েছে।

যাযাদি/এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে