বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২
শনিবার থেকে কর্মবিরতি

এনবিআর কর্মকর্তাদের অসহযোগ কর্মসূচির ঘোষণা

অর্থ-বাণিজ্য রিপোর্ট
  ২১ মে ২০২৫, ১৪:১০
এনবিআর কর্মকর্তাদের  অসহযোগ কর্মসূচির ঘোষণা
সংবাদ সম্মেলনে এনবিআর-এর কর্মকর্তারা

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করার প্রতিবাদে আন্দোলনরত কর্মকর্তারা আজ বুধবার থেকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের অপসারণ চেয়ে লাগাতার অসহযোগ কর্মসূচি ঘোষণা দিয়েছেন।

সেই সঙ্গে আগামী শনিবার (২৪ মে) থেকে কাস্টমস হাউস ও ল্যান্ড কাস্টমস স্টেশন ছাড়া সব ধরনের ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট অফিসে পূর্ণাঙ্গ কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

1

এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আগামী সোমবার (২৬ মে) থেকে আন্তর্জাতিক যাত্রীসেবা ছাড়া সব ধরনের কার্যক্রমে পূর্ণ কর্ম বিরতির ঘোষণা দিয়েছেন কর্মকর্তারা।

আজ বুধবার এক সংবাদ সম্মেলনে এনবিআরের আন্দোলনরত কর্মকর্তারা এই কর্মসূচি ঘোষণা করেন।

গত এক সপ্তাহ ধরে আন্দোলনরত কর্মকর্তারা প্রতিদিন পাঁচ ঘণ্টা করে 'কলম বিরতি' কর্মসূচি পালন করে আসছিলেন। আগামীকাল বৃহস্পতিবার এনবিআরের আন্দোলনরত কর্মকর্তাদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার কাছে তাদের দাবি ও অবস্থান তুলে ধরে স্মারকলিপি পাঠানো হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

এছাড়া সংবাদ সম্মেলনে গতকাল অর্থ উপদেষ্টাসহ অন্য উপদেষ্টাদের সঙ্গে হওয়া বৈঠক ফলপ্রসূ হয়নি ও আন্দোলনরত কর্মকর্তাদের দাবি আমলে নেওয়া হয়নি বলেও প্রতিবাদ জানানো হয়।

সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের অপসারণেরও দাবি জানানোর পাশাপাশি অধ্যাদেশ বাতিল করা, রেভিনিউ রিফর্ম কমিটির সুপারিশ জনসম্মুখে প্রকাশ করা এবং সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে নতুন করে রাজস্ব ব্যবস্থার সংস্কারের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।

ট্যাক্সের অতিরিক্ত কমিশনার হাছিনা আখতার, এনবিআর রিফর্ম ইউনিটি পরিষদের আরও তিনজন জ্যেষ্ঠ কর্মকর্তা এবং এনবিআরের অধিকাংশ জ্যেষ্ঠ সদস্য ও কমিশনাররা ওই ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে