শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাত কলেজ বিষয়ে সন্ধ্যায় জরুরি সভা

যাযাদি ডেস্ক
  ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১২:৫৬

চলমান ও আসন্ন সব পরীক্ষা স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের নীলক্ষেত মোড় অবরোধের প্রেক্ষাপটে এ বিষয়ে জরুরি সভার উদ্যোগ নিয়েছে সরকার।

শিক্ষামন্ত্রণালয় থেকে বুধবার দুপুর ১২টার দিকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলন ও দাবি দাওয়ার বিষয়ে সন্ধ্যা ছয়টায় ভার্চুয়াল সভাটি হবে।

এতে যুক্ত থাকবেন শিক্ষামন্ত্রী দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রোভিসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের সমন্বয়কসহ সাত কলেজের অধ্যক্ষগণ।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে