শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

করোনাকালীন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা যেভাবে নেতৃত্ব দিতে পারেন

বরুড়া (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা
  ২২ এপ্রিল ২০২১, ১৭:১৮

বরুড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, করোনা মহামারির কারণে গত একবছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ফলে শ্রেণিতে শিক্ষার্থীদের শিক্ষক কর্তৃক পাঠদান বন্ধ রয়েছে। ২০২১ সালের চতুর্থ মাস চলছে ।২০২১ সালে শিক্ষার্থীদের স্কুলে যাওয়া এখনো সম্ভব হয়নি । সব কিছু স্বাভাবিক হলে মে মাসের শেষের দিকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সম্ভাবনা রয়েছে। বর্তমানে করোনা মহামারির উর্ধগতি চলছে। কখন করোনা বন্ধ হবে কিংবা কন্ট্রোলে আসবে তা একমাত্র মহান আল্লাহ জানেন।

আমি মনে করি শিক্ষা প্রশাসনে কাজ করা কিংবা শিক্ষকতা করা শুধু রুটিন কাজ নয় । এটা সম্পূর্ণ সেবামূলক পেশা । আমাদের উপর বিশাল দায়িত্ব রয়েছে শিক্ষা কার্যক্রম যে কোন পরিস্থিতিতে সচল রাখা । শিক্ষা কার্যক্রম সচল রাখতে পারলে শিক্ষার্থীরা উপকৃত হবে । শিক্ষার্থীরা উপকৃত হলে পরিবার ,সমাজ এবং দেশ উপকৃত হবে । এ ক্ষেত্রে যা করা যেতে পারে -

১। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ক্লাস সক্রিয় করা ।

২। অনলাইন ক্লাস সম্পন্ন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ড্যাশবোর্ডে ( www.mmcm.gov.bd ) তথ্য আপলোড নিশ্চিত করা এবং শিক্ষক বাতায়ন এ আপলোড করা ।

৩। অনলাইন ক্লাস পরিচালনার জন্য প্রতিষ্ঠান প্রধানের নেতৃত্বে সকল শিক্ষককে অনলাইনে ক্লাস

পরিচালনার জন্য কমিন্টমেন্টে আনা এবং শিক্ষকদেরকে উদ্বুদ্ধ করা ।

৪। অভিভাবক এবং শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করার জন্য শিক্ষকদের এলাকা ভিত্তিক দায়িত্ব বন্টন করা ।

৫। একজন শিক্ষক প্রতিদিন অন্তত ক্যাচমেন্ট এরিয়ায় ১০ জন শিক্ষার্থী / অভিভাবকদের সাথে কথা বলা , শিক্ষার্থীদের একাডেমিক বিষয়ে খোঁজখবর নেয়া ,প্রয়োজনীয় পরামর্শ দেয়া ।

৬। প্রতিটি প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে একটি কক্ষকে অনলাইন ক্লাস পরিচালনার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ( ওয়াই-ফাই কানেকশন , ট্রাইপড ,লাইট ,হোয়াইট বোর্ড , হোয়াইট বোর্ড মার্কার , উপকরণ ইত্যাদি ) দিয়ে প্রস্তুত করা এবং সুসজ্জিত করা যাতে শিক্ষকগণ স্বাস্থ্যবিধি মেনে অনলাইন ক্লাস নিতে পারেন।

৭। নিজস্ব বাসা থেকে কোন শিক্ষক অনলাইনে ক্লাস নিতে চাইলে তাঁকে সুযোগ দেয়া ।

৮। ক্লাস পরিচালনাকারী শিক্ষকগণকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা ।

৯। শিক্ষার্থীদের Assignment বিষয়ে ধারণা দেয়া এবং শতভাগ শিক্ষার্থীকে Assignment কার্যক্রমে যুক্ত রাখা এবং মনিটরিং করা।

১০। শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যাসমূহ চিহ্নিত করা এবং সমাধান করা ।

১১। অনলাইনে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করা ।

১২। Google form ব্যবহার করে শিক্ষার্থীদের Multiple choice, short answer কিংবা Paragraph টাইপের উত্তর গ্রহণ করে শিক্ষার্থীদের মূল্যায়ন করা যেতে পারে।

১৩। zoom apps ব্যবহার করে সপ্তাহে ০২ (দুই ) বার শিক্ষকদের নিয়ে মিটিং করা ।

১৪। প্রতিষ্ঠান প্রধানকে সকল কার্যক্রম মনিটরিং করা ।

১৫। প্রতি মাসের অনলাইন ক্লাস এর তথ্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে প্রেরণ নিশ্চিত করা ।

১৬। কোন শিক্ষক যাতে অলস বসে না থাকে সে দিকে দৃষ্টি রাখা এবং সকলকে বাধ্যতামূলক অনলাইন ক্লাসে সম্পৃক্ত নিশ্চিত করা ।

১৭ । সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এর সাথে যোগাযোগ রাখা এবং প্রয়োজনীয় সহায়তা নেয়া ।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে