শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কওমি মাদরাসার কেন্দ্রীয় ফল প্রকাশ সোমবার

যাযাদি ডেস্ক
  ০৯ মে ২০২১, ১৯:৩৯

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) অধীনে কওমি মাদরাসাগুলোর কেন্দ্রীয় পরীক্ষার ফল সোমবার (৯ মে) প্রকাশ করা হবে। বেফাকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার দুপুর ২টায় ফল প্রকাশ করা হবে। এ বছর সারাদেশে দুই লাখ ৩০ হাজার নিবন্ধিত পরীক্ষার্থীর মধ্যে দুই লাখ ২৫ হাজার জন অংশ নিয়েছেন।

বেফাকের প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আমিনুল হকের বরাতে বলা হয়েছে, লকডাউনে মাদরাসা বন্ধ থাকলেও রমজানেই ফল প্রকাশে নিরলসভাবে কাজ চলছে। লকডাউনের কারণে ঘরে বসেই পরীক্ষার খাতা দেখেছেন পরীক্ষকরা। এরপর সারাদেশকে ৪০টি জোনে ভাগ করে খাতা জমা নেওয়া হয়েছিল।

বেফাকের মহাপরিচালক (ডিজি) জোবায়ের আহমেদ বলেন, আমাদের বেফাকের অন্তর্ভুক্ত চারটি স্তরের পরীক্ষার ফলাফল সোমবার প্রকাশ করা হবে। এ দিন দুপুর ২টায় ফল প্রকাশ করা হবে। ২টা থেকে ৪টা পর্যন্ত আমাদের ফল অনুষ্ঠান হবে। অনুষ্ঠান শেষে বিকেল ৪টা থেকে ওয়েবসাইটে ফল পাওয়া যাবে।

যাযাদি/এসআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে