শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে চলবে পরীক্ষা

জবি প্রতিনিধি
  ২৩ জানুয়ারি ২০২২, ১৪:০৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বিভিন্ন বিভাগে চলমান সেমিস্টার পরীক্ষা স্বাস্থ্যবিধি অনুসরণ করে নেওয়া হবে৷ গত শুক্রবার (২১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রীপরিষদ বিভাগ, জেলা মাঠ প্রশাসন অধিশাখা কর্তৃক জারিকৃত বিজ্ঞপ্তির প্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সশরীরে শিক্ষা কার্যক্রম ২১ জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে।

তবে বিশ্ববিদ্যালয়ের যে সকল বিভাগে পরীক্ষা চলমান আছে, সে সকল পরীক্ষা সংশ্লিষ্ট বিভাগীয় চেয়ারম্যান অনুষদের ডীনবৃন্দ আলোচনা সাপেক্ষে স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক গ্রহণ করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনলাইনে শিক্ষা কার্যক্রম সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের পারষ্পরিক সহযোগিতায় অব্যাহত থাকবে।

উল্লেখ্য, দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় স্কুল, কলেজ সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দুসপ্তাহের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রেক্ষিতে শুক্রবার এক জরুরী মিটিংয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও দুই সপ্তাহের জন্য সশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

যাযাদি/ এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে