মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সেহরি-ইফতার নিয়ে অসহায় মানুষের দ্বারে দ্বারে যান চৌধুরী বাবর

চবি প্রতিনিধি
  ২৩ এপ্রিল ২০২২, ২০:১৯

করোনা ভাইরাসের প্রকোপে লকডাউনের সময় মানুষের পাশে দাঁড়িয়ে সুনাম কুড়িয়েছিলেন সাবেক যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর মহিউদ্দীন চৌধুরী ফাউন্ডেশনের ব্যানারে সাধারণ মানুষের দ্বারে দ্বারে খাদ্য আর চিকিৎসা সেবা নিয়ে গিয়েছিলেন তিনি মাহে রমজানেও দরিদ্র অসহায় মানুষ নিশ্চিন্ত হয়েছেন তার নতুন উদ্যোগ সেহরি ইফতার বিতরণের কারণে

প্রথম রমজান থেকেই হরেক পদের ইফতার আর সেহরি নিয়ে মানুষের কাছে হাজির হয়েছেন তিনি ইতোমধ্যেই তার ইফতার সেহরি থেকে উপকৃত হয়েছেন ত্রিশ হাজারের অধিক ধর্মপ্রাণ মুসলমান প্রতিদিনই দুই হাজার মানুষের সেহরি-ইফতার দিয়ে চলেছেন তিনি

মোহাম্মদ সাদেক উল্লাহ সড়ক দুর্ঘটনায় দুই পা হারিয়ে নগরের বায়েজিদ এলাকায় ভিক্ষা করেন কোনদিন খাবার জুটে আবার জুটেও না রমজানে ইফতার আর সেহেরি নিয়ে দুঃচিন্তায় দিন কাটত তার কিন্তু প্রথম রমজানেই তার সেই চিন্তা দূর হলো তার সামনেই হরেক রকম আইটেমের ইফতার নিয়ে হাজির মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক দল

সেই সঙ্গে কথা দিয়ে যান সেহেরি নিয়ে চিন্তা না করার রাত দুইটায় সেহেরির প্যাকেট হাতে পেয়ে আল্লাহ দরকারে দুই হাত তুলে দোয়া করেন সাইফুল করিম

নগরের আগ্রাবাদ এলাকায় ছোট দুই বছরের বাচ্চা নিয়ে মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের ইফতার আর সেহেরির অপেক্ষায় থাকেন রহিমা বেগম রমজানের শুরু থেকেই মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের ইফতার আর সেহেরি খেয়ে রোজা রাখছেন তিনি

শুধু সাদেক কিংবা রহিমা নন, রকম দুই হাজার অসহায়কে প্রতিদিন ইফতার আর সেহেরি দিয়ে যাচ্ছেন মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের ব্যানারে হেলাল আকবর চৌধুরী বাবর

আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, ‘আমরা মহিউদ্দীন চৌধুরীর স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি দেশের ক্রান্তিলগ্নে তিনি নিজের জীবন বাজি রেখে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি ছিলেন অসহায় গরীব মানুষের বন্ধু

নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক যুবলীগ নেতা নুরুল আজিম রনি বলেন, ‘মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিদিন দুই হাজার মানুষকে ইফতার সেহরি দিচ্ছি পর্যন্ত শুধু রমজানেই ৩০ হাজার অসহায়কে ইফতার সেহরি দেয়া হয়েছে পুরো রমজান আমাদের কার্যক্রম চলমান থাকবে

এর আগে করোনা পরিস্থিতিতে মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের ব্যানারে নগরের গুরুত্বপূর্ণ পয়েন্টে করোনা প্রতিরোধক বুথ স্থাপন করেছিলেন বাবর ছিন্নমূল অসহায়ের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করেন তিনি উপহার হিসেবে নগদ অর্থ আর নতুন জামা হাতে তুলে দেন শত শত ছিন্নমূল অসহায় পরিবারের মাঝে

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে