বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

গুচ্ছের ক ইউনিটের ফল প্রকাশ পহেলা মে

যবিপ্রবি প্রতিনিধি
  ২৭ এপ্রিল ২০২৪, ২০:১৪
গুচ্ছের ক ইউনিটের ফল প্রকাশ পহেলা মে
গুচ্ছের ক ইউনিটের ফল প্রকাশ পহেলা মে

গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। সবকিছু চলতি সপ্তাহেই বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ করা হবে।

বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহবায়ক এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন। তিনি বলেন, আগামী ১ মে বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ করা হবে। সেভাবেই সংশ্লিষ্টরা কাজ করছেন।

1

২০২৩-২৪ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন প্রক্রিয়া ২৭ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হয়েছে। এবার মানবিক শাখার ‘বি’ ইউনিটে ৯৪ হাজার ৬৩১টি ও ব্যবসায় শিক্ষা শাখার ‘সি’ ইউনিটে ৪০ হাজার ১১৬টি আবেদন জমা পড়েছে।

গত ১২ ফেব্রুয়ারি গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়। গুচ্ছ ভর্তিতে অনলাইনে আবেদন পত্র গ্রহণের সময়সীমা ছিল ২৭ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে