মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

সিকৃবি শিক্ষার্থীদের কর্মসূচী প্রত্যাহার

সিকৃবি প্রতিনিধি
  ৩০ অক্টোবর ২০২৪, ১০:১৬
আপডেট  : ৩০ অক্টোবর ২০২৪, ১২:২৫
সিকৃবি শিক্ষার্থীদের কর্মসূচী প্রত্যাহার
ছবি: যায়যায়দিন

দিনভর উপাচার্য অবরুদ্ধ থাকার পর বেলা সাড়ে চারটায় তদন্ত কমিটির তদন্তকালে প্রক্টর অধ্যাপক ড. মোজাম্মেল হক দায়িত্বে থাকবেন না এবং বাকি দাবিগুলো শীঘ্রই কার্যকর হওয়ার আশ্বাস দিলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা শিক্ষার্থীদের।লিখিত বিজ্ঞপ্তি দিলে বৃহস্পতিবার থেকে ক্লাস পরীক্ষায় ফিরে যাওয়ার আশ্বস্ত করেন ।

মঙ্গলবার (২৯ অক্টোবর) প্রক্টর, রেজিস্টারের পদত্যাগসহ ৮ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল সাড়ে দশটা থেকে ক্যাম্পাসে অবস্থান নিয়ে দফায় দফায় মিছিল করেন । এ সময় প্রশাসনিক ভবনে তালা দিলে ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন উপাচার্য অধ্যাপক ড. মো: আলিমুল ইসলামসহ ৫০ জন শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ।

দিনভর উত্তেজনা পরিস্থিতি শেষে বিকেল সাড়ে চারটায় প্রশাসনিক ভবনের নিচে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের সাথে কথা বলেন উপাচার্য । এসময় তিনি শিক্ষার্থীদের দাবিগুলো মেনে নেওয়ার আশ্বস্ত করেন।

এদিকে দাবি মেনে নেয়ায় শিক্ষার্থীদের মধ্যে সোহেল আহমেদ অয়ন কর্মসূচী প্রত্যাহারের ঘোষণা দেন। তিনি বলেন, আমাদের ৮ দফা দাবির মধ্যে মূল দাবি ছিল প্রক্টরের পদত্যাগ। তবে প্রশাসন তদন্তের সময় চেয়েছে। তখন আমরা বলেছিলাম যদি তদন্ত হয় সেক্ষেত্রে তদন্ত রিপোর্ট প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত উনাকে সাময়িক বরখাস্ত করতে হবে। উপাচার্য আমাদেরকে এ বিষয়টি মেনে নিয়েছেন। কাল লিখিত আকারে দিলে পরশুদিন থেকে ক্লাস পরিক্ষা চালু থাকবে।

রেজিষ্ট্রার ও জনসংযোগ কর্মকর্তার পদত্যাগের ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, তাদের পদত্যাগ দাবি যে কারনে ছিল সেটি ভুলক্রমে হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এজন্য তারা ক্ষমা চেয়েছে এবং আমরা মেনে নিয়েছি এবং তারা বাকি দাবিগুলোও মেনে নেয়ার আশ্বাস দিয়েছেন।

লিখিত আকারে দাবি মেনে নেয়ার বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে জানালে পরশু দিন থেকে ক্লাস ও পরীক্ষা চলবে বলে জানায় শিক্ষার্থীরা।

যাযাদি /এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে