মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

‘রানি’ হয়ে আসছেন তাপসী পান্নু

বিনোদন ডেস্ক
  ০৬ মে ২০২৫, ১৩:১৩
‘রানি’ হয়ে আসছেন তাপসী পান্নু
তাপসী পান্নু

দক্ষিণী অভিনেত্রী তাপসী পান্নু নিজেকে কেবল ভারতীয় তারকা বলতেই বেশি পছন্দ তার।

২০২৩ সালের শেষের দিকে শাহরুখ খানের বিপরীতে ‘ডাঙ্কি’ সিনেমায় অভিনয় করে নতুন করে আলোচনায় আসেন। রাজকুমার হিরানি পরিচালিত এ সিনেমাটি তাপসীর ক্যারিয়ারে যুক্ত করেছে ভিন্ন মাত্রা।

কিছুদিন আগে বিয়ে করে নতুন জীবনে প্রবেশ করে আরেক অধ্যায় সূচনা করেন। বলা চলে, পেশাগত ও ব্যক্তিগত দুই জীবনেই ফুরফুরে মেজাজে আছেন তাপসী পান্নু। তবে ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির অন্যতম গুণী এই অভিনেত্রীর ২০২১ সালে মুক্তি পাওয়া ‘হাসিন দিলরুবা’ সিনেমাটি তাপসীর ক্যারিয়ারে আলাদা একটা প্রভাব বিস্তার করে আছে।

সিনেমাটি এতটাই দর্শককে বিনোদন দিয়েছিল যে, ২০২৪ সালে এর দ্বিতীয় সিক্যুয়াল নির্মিত হয়। সেবারও দর্শক দারুণভাবে সিনেমাটি গ্রহণ করে।

দর্শক চাহিদা মাথায় রেখে আসতে চলেছে ‘হাসিন দিলরুবা’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি। সাম্প্রতিক মিড-ডে রিপোর্ট অনুসারে, ‘হাসিন দিলরুবা’র তৃতীয় অংশের প্রস্তুতি পুরোদমে চলছে। আর এতে তাপসীর সঙ্গে থাকছে সেই রোমাঞ্চ, প্যাশন আর খুনোখুনিতে মোড়া ‘হাসিন দিলরুবা’র রোমাঞ্চকর যাত্রা।

‘রানি’ আর ‘ঋষু’র প্রেম, প্রতারণা আর মৃত্যু ঘিরে যে দুনিয়া সাজানো হচ্ছে, তা আগের দুটি সিজনের থেকেও বেশি রোমাঞ্চকর হবে।

যাযাদি/আর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে