শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

১০ ঘণ্টা অবরোধের পর বকশীবাজার ছাড়লেন শিক্ষার্থীরা

যাযাদি ডেস্ক
  ০৯ জানুয়ারি ২০২৫, ১৩:১৭
১০ ঘণ্টা অবরোধের পর বকশীবাজার ছাড়লেন শিক্ষার্থীরা
ছবি: যায়যায়দিন

পুরান ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালত সরিয়ে নেওয়ার দাবিতে ১০ ঘণ্টা অবরোধের পর সড়ক ছেড়ে দিয়েছেন মাদ্রাসাটির শিক্ষার্থীরা। এর আগে বুধবার রাত ১টার দিকে মাদ্রাসার সামনের সড়ক অবরোধ করেন তারা।

জানা গেছে, আলিয়া মাদ্রাসার মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ এই আদালতে বিডিআর বিদ্রোহের বিচারকাজ চলার কথা ছিল। কিন্তু মাদ্রাসার মাঠ থেকে আদালত সরিয়ে দেওয়ার দাবি জানিয়ে মধ্যরাতে সড়কে অবস্থান নেন তারা।

1

ফলে আজ বেলা ১১টা পর্যন্ত আশেপাশের সড়কে তীব্র যানজট তৈরি হয়।

ঘটনাস্থলে উপস্থিত থাকা পুলিশের চকবাজার অঞ্চলের সহকারী কমিশনার মো. মাহফুজার রহমান গণমাধ্যমকে জানান, শিক্ষার্থীদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আদালতের বিচারকদের সঙ্গে তাদের কথা বলতে দিতে হবে এমন শর্তে তারা রাস্তা ছেড়ে দিতে সম্মত হন। ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে