মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

হাবিপ্রবি ছাত্রশিবিরের নতুন সভাপতি শেখ রিয়াদ, সেক্রেটারি আজিবুর

হাবিপ্রবি প্রতিনিধি
  ১১ জানুয়ারি ২০২৫, ১৫:০৭
হাবিপ্রবি ছাত্রশিবিরের নতুন সভাপতি শেখ রিয়াদ, সেক্রেটারি আজিবুর
ছবি: যায়যায়দিন

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ছাত্রশিবিরের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ রিয়াদ এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন আজিবুর রহমান।

শনিবার (১১ জানুয়ারি) সকাল ১১ টায় দিনাজপুরের ঈমাম প্রশিক্ষণ একাডেমীর অডিটোরিয়ামে সাথী ও সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত এবং সাথী ও সদস্যদের পরামর্শে সেক্রেটারি মনোনীত হন।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সদ্য বিদায়ী সভাপতি মো. রেজওয়ানুল হক, দিনাজপুর শহর সভাপতি মুশফিকুর রহমানসহ বিশ্ববিদ্যালয় শাখার অন্যান্য নেতৃবৃন্দরা।

সভাপতি শেখ রিয়াদ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী এবং সেক্রেটারি আজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিকেল এন্ড ইলেক্ট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী।

যাযাদি/ এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে