মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

রাবিতে কোরআন পোড়ানোর প্রতিবাদে ১ হাজার কোরআন বিতরণের উদ্যোগ 

রাবি প্রতিনিধি
  ২১ জানুয়ারি ২০২৫, ১৩:২৯
রাবিতে কোরআন পোড়ানোর প্রতিবাদে ১ হাজার কোরআন বিতরণের উদ্যোগ 
ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কুরআন পোড়ানোর প্রতিবাদে ‘কুরআন অবমাননার ভয়াবহ শাস্তি’ শীর্ষক সেমিনার ও ১ হাজার পিস কুরআন বিতরণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ দাওয়াহ্ সার্কেল, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।

আগামী ২৩ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীবের উপস্থিতিতে সেমিনারটি অনুষ্ঠিত হবে।

কোরআন বিতরণ অনুষ্ঠান ও সেমিনারে প্রধান আলোচক থাকবেন হাফেজ মো. মুনির উদ্দিন আহমদ, অনুবাদক, আল কুরআন (লন্ডন একাডেমি)। এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন রাবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দিন ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দীন খান।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ দাওয়াহ্ সার্কেল, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার কার্যকরী সদস্য মো. মশিউর রহমান বলেন, "মহাগ্ৰন্থ আল কুরআন পৃথিবীর সকল মুসলমানের প্রাণের স্পন্দন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে কুরআন পোড়ানোর ঘটনায় আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। রাবিতে কুরআন পোড়ানোর প্রতিবাদে শান্তিপূর্ণভাবে সবার মাঝে কুরআনের সুমহান বার্তা পৌঁছে দিতে বাংলাদেশ দাওয়াহ্ সার্কেল, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা সহস্রাধিক কুরআনুল কারীম বিতরণের এই আয়োজন করেছে। আমরা অস্থিতিশীল পরিস্থিতির পরিবর্তে শান্তিপূর্ণভাবে কুরআন বিতরণের মাধ্যমে কুরআনের সুমহান বার্তা সকলের মাঝে ছড়িয়ে দিতে চাই। আর চক্রান্তকারিদের বলতে চাই, কুরআনের বিরুদ্ধে লেগে সাম্প্রদায়িক অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চক্রান্ত সফল হবেনা। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই দ্রুত কুরআন পোড়ানোর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।"

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে