সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

জাবিতে মুজিব পরিবারের নাম মুছে ফেললেন শিক্ষার্থীরা

জাবি প্রতিনিধি
  ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২৯
জাবিতে মুজিব পরিবারের নাম মুছে ফেললেন শিক্ষার্থীরা
ছবি: যায়যায়দিন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শেখ পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট তিনটি হলের নামফলক মুছে দিয়েছে শিক্ষার্থীরা। হলগুলো হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শেখ রাসেল হল ও শেখ হাসিনা হল।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা একটি মিছিল বের করে শেখ পরিবারের স্মৃতিচিহ্ন মুছে দিতে। এসময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের তিনটি হলের নামফলক মুছে দেন এবং এর মধ্যে শেখ রাসেল হলের নাম পরিবর্তন করে "বিজয়-২৪" নামকরণ করেন তারা।

তবে বাকি দুটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও শেখ হাসিনা হলের নতুন কোনো নাম এখানো ঠিক করেনি শিক্ষার্থীরা। একইসাথে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের মাধ্যমে অফিসিয়ালি এই হলোগুলোর নতুন নাম পাস করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী ইমারাত হোসেন বলেন, গতকাল রাতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হলের নাম থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফলক খুলে ফেলে। তবে নতুন কোনো নাম ঠিক করা হয়নি। আমাদের হল ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়েছে। একটি হলের সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ কাগজ, সার্টিফিকেট সংশ্লিষ্ট থাকে। তাই এর নাম পরিবর্তনে কিছুটা জটিলতা রয়েছে।

শেখ রাসেল হল তথা বিজয়-২৪ হলের নামকরণ নিয়ে আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী বিপুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পরেই আমরা এই হলের নাম পরিবর্তন করতে চেয়েছিলাম। এ বিষয়ে একাধিকবার হল প্রাধ্যক্ষ এবং উপাচার্য বরাবর দাবি জানলেও তারা কোনো পদক্ষেপ নেননি। তাই গতকাল সারাদেশে শেখ পরিবারের স্মৃতিচিহ্ন নিশ্চিহ্ন করার জন্য শিক্ষার্থীরা মাঠে নামে। সে হিসেবেই আমরাও শেখ রাসেল হলের নাম পরিবর্তন করে বিজয়-২৪ নামকরণ করা হয়।

এদিকে শেখ হাসিনা হলের নাম পরিবর্তন করে ইলা মিত্র রাখা হলেও অনেক শিক্ষার্থী তাতে আপত্তি জানিয়েছেন। অধিকাংশ শিক্ষার্থীদের দাবি ২৪ এর আন্দোলনে শহীদ নাফিসার নামে যেন এ হলের নামকরণ করা হয়।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে