সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

রুয়েট  প্রাক-নির্বাচনী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, অনুপস্থিত ৪৩৯১ জন

রুয়েট প্রতিনিধি
  ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১৭
রুয়েট  প্রাক-নির্বাচনী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, অনুপস্থিত ৪৩৯১ জন
ছবি: যায়যায়দিন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তিন শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম বর্ষ প্রাক-নির্বাচনী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ১৯ হাজার ৯১৫ জন ছাত্র-ছাত্রী মনোনিত হয়েছিল।

এতে অংশ নেন ১৫ হাজার ৫২৪ জন ভর্তিচ্ছু। এ পরীক্ষায় আবেদন করেও অনুপস্থিত ছিলেন ৪ হাজার ৩৯০ জন। সেই হিসাবে ২২ দশমিক ০৫ শতাংশ ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নেননি।

প্রথম শিফট, দ্বিতীয় শিফট ও তৃতীয় শিফটে যথাক্রমে ৭৮.৬৭ শতাংশ, ৭৭.৯৮ শতাংশ ও ৭৭.২১ শতাংশ ছাত্র-ছাত্রী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। অর্থাৎ তিনটি শিফটের ভর্তি পরীক্ষায় মোট ৭৭.৯৫ শতাংশ ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছে। রুয়েটের জনসংযোগ দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

রুয়েটে ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ তারিখ ও সময়সূচি হলো—

১. প্রাক-নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫।

২. নির্বাচনী (লিখিত) পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু ১৬ ফেব্রুয়ারি ২০২৫।

৩. নির্বাচনী(লিখিত) ভর্তি পরীক্ষা: ২০ ফেব্রুয়ারি ২০২৫।

(মডিউল B: ‘খ’ গ্রুপ মুক্তহস্ত অঙ্কন (Freehand Drawing) এবং দৃষ্টিগত ও স্থানিক ধীশক্তি (Visual Spatial Intelligence) বেলা ২টা থেকে ৩টা ৩০ মিনিট।)

৪. ভর্তির জন্য নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের নামের তালিকা প্রকাশের সম্ভাব্য তারিখ: ৮ মার্চ ২০২৫।

নির্বাচনী পরীক্ষা (লিখিত)-এর বিষয়সমূহ, প্রশ্নপত্রের ধরণ ও নম্বরের বিন্যাসঃ নির্বাচনী পরীক্ষা (লিখিত)-তে ‘ক' ও ‘খ’ উভয় গ্রুপের জন্য সর্বমোট ৩৫০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ‘খ' গ্রুপের ভর্তিচ্ছু প্রার্থীদেরকে অতিরিক্ত ১০০ নম্বরের মুক্তহস্ত অংকন পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মুক্তহস্ত অঙ্কনের জন্য ৪ টি প্রশ্ন দেওয়া হবে, সময় থাকবে ১ ঘন্টা। লিখিত পরীক্ষায় গণিত,পদার্থ,রসায়ন থেকে প্রতিটি ১০০ নম্বর ও প্রতিটি বিষয়ে ১০ টি করে প্রশ্ন থাকবে।ইংরেজি বিষয়ে ৫ টি প্রশ্নে, ৫০ নম্বরের পরিক্ষা হবে।লিখিত পরিক্ষার জন্য সময় ২ ঘন্টা ৩০ মিনিট।

মোট আসনসংখ্যা কত— সংরক্ষিত আসনসহ মোট আসন ১২৩৫টি। সংরক্ষিত আসন (বান্দরবান জেলার অধিবাসী : ০১ টি, পার্বত্য জেলাসমূহ ও অন্যান্য এলাকার উপজাতি/ক্ষুদ্র জাতিসত্বা/নৃ-গোষ্ঠী = ০৪ টি)।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে