বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

পবিপ্রবির ল’ প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন অ্যামিকাস কিউরি

পবিপ্রবি প্রতিনিধি
  ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৩২
পবিপ্রবির ল’ প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন অ্যামিকাস কিউরি
ছবি: যায়যায়দিন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ল’ প্রিমিয়ার লিগ (LPL) ফাইনালে লিগ্যাল রাইডার্সকে হারিয়ে শিরোপা জয় করেছে অ্যামিকাস কিউরি।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সুফি প্রকাশনী ও আলোর জগৎ লাইব্রেরির পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয় ফাইনাল ম্যাচটি।

প্রতিযোগিতার শেষ ম্যাচে লিগ্যাল রাইডার্সকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করে অ্যামিকাস কিউরি চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে। টসে জিতে প্রথমে ব্যাটিং করে লিগ্যাল রাইডার্স নির্ধারিত ১২ ওভারে ৯ উইকেট হারিয়ে ৭৯ রান সংগ্রহ করে। ব্যাটার রবিউল ইসলাম ১৪ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস খেলেন, যা দলের সংগ্রহকে সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে সহায়তা করে।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে অ্যামিকাস কিউরি ৭ ওভার ১ বলেই ৯ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায়। দলের হয়ে মারকুটে ব্যাটিং করেন তালহা ও আশিক। তালহা ১৯ বলে ৪৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, আর আশিক ২১ বলে করেন ৩১ রান। তাদের বিস্ফোরক ব্যাটিংয়ের সামনে লিগ্যাল রাইডার্সের বোলাররা দাঁড়াতে পারেননি।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জিল্লুর রহমান, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, আইন ও ভূমি প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মো. জামাল হোসেন এবং আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক মাসুদুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন আইন ও ভূমি প্রশাসন বিভাগের চেয়ারম্যান ও সহকারী প্রক্টর সহকারী অধ্যাপক মো. আব্দুর রহিম, সহকারী অধ্যাপক রেজাউল ইসলাম মাসুম, সহকারী অধ্যাপক রহমত সরকার, সহকারী অধ্যাপক সউদ বিন আলম প্রতীক ও প্রভাষক আমিনা সারওয়ারসহ বিভাগের শিক্ষার্থীরা।

বিজয়ী অ্যামিকাস কিউরি ও রানার্সআপ লিগ্যাল রাইডার্স দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। এছাড়া টিম অ্যামিকাস কিউরির তালহা ফাইনালের সেরা খেলোয়াড় এবং লিটিগেশন লায়ন্সের শিমুল ইসলাম টুর্নামেন্ট সেরার পুরস্কার লাভ করেন।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে