বুধবার, ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

নীলফামারীতে এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার, নীলফামারী
  ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২১
নীলফামারীতে এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ছবি: যায়যায়দিন

নীলফামারীতে স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভূক্তির দাবিতে জেলা প্রশাসকের কার্যালর্য়ে সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ নীলফামারী জেলা শাখার নেতৃবৃন্দরা।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী পরিষদের নীলফামারী জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সহদেব বড়গাছা মাদ্রাসার সুপার মোক্তার হোসেন, দক্ষিণ গোলনা বালিকা দাখিল মাদ্রাসার সুপার রফিকুল ইসলাম, পলাশবাড়ী দাখিল মাদ্রাসার সুপার আব্দুস ছালাম প্রমূখ।

মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের সমস্যাগুলো হচ্ছে, সরকারি-বেসরকারি (এমপিও) ও নন এমপিও শিক্ষক কর্মচারীগন সম কারিকুলাম, পাঠদান, পরীক্ষা/পাবলিক পরীক্ষাসহ একই রকম অন্যান্য সকল কার্যক্রমে সমানভাবে সম্পৃক্ত থাকলেও শুধুমাত্র নন-এমপিওরা সরকার থেকে কোন প্রকার বেতন-ভাতা না পেয়ে মানবেতর অবস্থায় দিনাতিপাত করছেন। প্রতি বছর বাজেটে এমপিও খাতে অর্থ বরাদ্দ থাকলেও অদৃশ্য কারনে অর্থগুলো উক্ত খাতে ব্যবহার না হয়ে ফেরত যায়। একদফা দাবী হচ্ছে, দেশের সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিও ভূক্ত করতে হবে।

শেষে অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ সাইদুল ইসলামের হাতে স্মারক লিপি তুলে দেন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী পরিষদের নেতৃবৃন্দরা। মানববন্ধনে জেলার অর্ধশতাধিক প্রতিষ্ঠানের প্রধান ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে