জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মাহমুদুল হাসান রিজভীর স্মরণে আলোকচিত্র প্রদর্শনী করেছে ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদ। মাহমুদুল ছাত্র ইউনিয়ন, উত্তরা থানা শাখার সদস্য ছিলেন। ১৮ জুলাই আন্দোলন চলাকালীন মাথায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন তিনি।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় এর আয়োজন করে সংগঠনটি।
পরে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন উপ উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী। এসময় তার সঙ্গে ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাংগীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান এবং পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ড. নওয়াব আলী। এছাড়া ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক নুর আলম, সহ সভাপতি ওবাইদুর রহমান আনাস ও সাদিয়া মাহমুদ মিমসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
সংগঠন সূত্রে জানা গেছে, প্রদর্শনীতে প্রাচীন বাংলার জনপদ, ব্রিটিশ আমলের বাংলার ইতিহাস, ৫২’র ভাষা আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭১-এর মুক্তিযুদ্ধ এবং ২৪-এর জুলাই আন্দোলনের আলোকচিত্র স্থান পেয়েছে।
এ বিষয়ে সংগঠনের সভাপতি মাহমুদুল হাসান বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ মাহমুদুল হাসান রিজভীর স্মরণে আলোকচিত্র প্রদর্শনী করছি। এখানে আমাদের প্রাচীন বাংলার জনপদের বেশ কিছু ছবি প্রদর্শিত হয়েছে। এছাড়াও ব্রিটিশ সময়ের বেশ কিছু ছবি, ৫২-এর ভাষা আন্দোলন, ৭১-এর মুক্তিযুদ্ধসহ সর্বশেষ ২৪ এর ছাত্র-জনতার আন্দোলনের ছবি প্রদর্শন করেছি। শিক্ষার্থীরা এসে এ থেকে শিক্ষা নিবেন। এগুলো ইতিহাসের অংশ হিসেবেই থাকবে বলে মনে করি।