তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মেগা প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক সম্পাদক মুন্নার নেতৃত্বে তিস্তা নদী রক্ষা আন্দোলনের লিফলেট বিতরণ করা হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই লিফলেট বিতরণ করেন তারা।
বিশ্ববিদ্যালয়ে লিফলেট বিতরণ প্রসঙ্গে জানতে চাইলে বেরোবি ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক মুরসালিন মুন্না বলেন,তিস্তা নদী বাংলাদেশের উত্তরাঞ্চলের জন্য জীবনরেখার মতো। এর পানি সংকট কৃষি, জীববৈচিত্র্য এবং মানুষের জীবিকার উপর নেতিবাচক প্রবাহ ফেলছে। শিক্ষার্থীরা জাতীর ভবিষ্যৎ। এমন আন্দোলনে যুক্ত হলে শিক্ষার্থীরা পানি সংকট, আন্তঃসীমান্ত পানি সমস্যা, আন্তর্জাতিক কূটনীতির বাস্তব চিত্র সম্পর্কে জানতে পারবে, যা ভবিষ্যতে রাষ্ট্রগঠনে তাদের সহায়ক হবে। তাই শিক্ষার্থীদের তিস্তা বাঁচাও আন্দোলনের ২ দিন ব্যাপি অবস্থান কর্মসূচীতে থাকা উচিত। এজন্যই জাতীয় স্বার্থ রক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণ আরো বেশিপরিমাণে বৃদ্ধির লক্ষ্য নিয়েই বিশ্ববিদ্যালয় এবং তৎসংলগ্ন এলাকায় আজকের তিস্তা নদী রক্ষা আন্দোলনের লিফলেট বিতরণ।
গণিত বিভাগের শিক্ষার্থী ইমরান হোসেন বলেন - আগ্রাসী তিস্তার ভাঙ্গন, বন্যা এবং বাস্তুহারা মানুষের আর্তনাদ নিরসনে ভারতের সাথে বাংলাদেশের তিস্তাসহ সকল আন্তর্জাতিক নদীর ন্যায্য হিস্যার দাবি এবং টেকসই সমাধান চাই আমরা। শিক্ষার্থীদের উপস্থিতি আন্দোলনের গণনভিত্তি মজবুত করবে এবং সরকারসহ আন্তর্জাতিক মহলের মনোযোগ আকর্ষণ করবে।
যাযাদি/ এম