সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

শাবি শিক্ষার্থীদের বৃত্তি দিবে ইউরোপিয়ান ইউনিয়ন

শাবি প্রতিনিধি
  ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২৯
শাবি শিক্ষার্থীদের বৃত্তি দিবে ইউরোপিয়ান ইউনিয়ন
ছবি: যায়যায়দিন

ইউরোপিয়ান ইউনিয়নের ইরাসমাস মুন্ডাস বৃত্তি পাবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে বিষয়টি জানান বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, এই বৃত্তি আমাদের ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সুযোগ। আমাদের ছাত্রছাত্রীদের মেধা এবং গুণাবলী অনেক উন্নত। এই বৃত্তি পাওয়ার জন্য শিক্ষার্থীদের আরও বেশি আগ্রহী হওয়া উচিত এবং এই সুযোগটি গ্রহণ করা উচিত। এই প্রোগ্রামটি বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয় দ্বারা পরিচালিত হয়। তাই, এই বৃত্তির মাধ্যমে ভালো করার সম্ভাবনা অনেক বেশি।

বিশেষ অতিথির বক্তব্যে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, শিক্ষার্থীদের বিশাল উপস্থিতি দেখে আমি অত্যন্ত আনন্দিত। এই বৃত্তি শুধু শিক্ষার্থীদের জন্যই উপকারী নয়, এটি বাংলাদেশ ও ইউরোপের মধ্যে সম্পর্ক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা একাডেমিক সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহী এবং আমরা আপনাদের সাফল্য দেখতে চাই। এই বৃত্তি শুধুমাত্র জ্ঞানার্জনের সুযোগ নয়, এটি একটি সাংস্কৃতিক সংযোগও। আমরা আমাদের সাংস্কৃতিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে বদ্ধপরিকর। শিক্ষার্থীদের জন্য এটি একটি অসাধারণ সুযোগ এবং আমি তাদের এই সুযোগটি গ্রহণ করার আহ্বান জানাই।

এসময় উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিউনের পরামর্শক ইউরাটে স্মলস্কাইট মারভেলি। সেমিনারে ইরাসমাস মুন্ডাস শিক্ষাবৃত্তি সম্পর্কে উপস্থাপন করেন ইরোপীয় ইউনিয়নের কর্মসূচি ব্যবস্থাপক জুই চাকমা। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের ২৮টি বিভাগ থেকে শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে